আমাদের কথা খুঁজে নিন

   

জারিফের ছবি

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

ইনডিয়ার ভেলোরে জারিফ। ছবিটি পাঠিয়েছেন জারিফের বাবা সৈয়দ লতিফ হোসেইন। এর আগে জারিফ বিষয়ে আমার পোস্টে যারা সহানুভুতি জানিয়েছেন, নানাভাবে সাহায্য করতে চেয়েছেন তাদের জন্য ছবি দুটি পোস্ট করলাম। প্রথম ছবিটি কোলকাতার হোটেলে তোলা ছোট বোন জিয়ানের সঙ্গে। আশা করা যাচ্ছে জিয়ানের সঙ্গে বোন ম্যারো ম্যাচ করলে এই ছেট্ট বোনটিই বড় ভাইকে বঁচাতে পারে। দ্বিতীয় ছবিতে জারিফ ভেলোরে বাবা ও বোনের সঙ্গে ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক পড়ছে। ছেলেটির এই স্বভাবটি আমাকে বরাবরই অবাক করে। এই জেনারেশনের কোনো ছেলে বা মেয়ের এমন জানার আগ্রহ আমি দেখিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।