আমাদের কথা খুঁজে নিন

   

জনগণের বাজেট আর ডিএসএলআর (শ্বাশত ও জারিফের জন্য)

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

ছবির কোন মানুষের জন্যই বাজেট নয় আসলে। যেমন নয় শ্বাশত আর জারিফের জন্যও। কল্যাণকামী রাষ্ট্রর ছিঁটেফোঁটা ব্যবস্থাও এখানে নাই।

কিন্তু আমি এ কথাটুকুও বলতে পারি, কারণ আমার এখন পর্যন্ত ভাতের ব্যবস্থা আছে। ভাতের ব্যবস্থার কারণে আমি একটু সংস্কৃতি সংস্কৃতি করতে পারি। আমার মধ্যে অল্পবিস্তর নন্দনতত্ত্ব খেলা করে। আমি নেটে ঢুকতে পারি, আমার মধ্যে আকাংখা জন্ম নিতে পারে। আমি একটু ভাষা জানি তাই একটু বিশ্লেষণের চেস্টাও করতে পারি।

কিন্তু ছবির অধিকাংশ মানুষই তা পারে না। এরা বাজেটকে ছুঁতেও পারে না। কিন্তু এই ব্লগের যারা, তারা এদের তুলনায় কিছুটা হলেও বেশি পারেন। আর তা সঠিকভাবে যতবারই পারেন ততবারই প্রাপ্তী বেঁচে ওঠে। এভাবে নিশ্চয়ই শ্বাশত আর জারিফও বেঁচে উঠবে।

যদিও এই বাজেট অচিরেই আর বেঁচে উঠবে না। আমার কয়েকদিন ধরে ডিএসআলএর আকাঙখায় প্রাণ যায় যায়। আমি ঘুমের মধ্যে দেখতে পাই ছবি তুলছি, কথা বলার সময় মনে হয় ছবি তুলছি। মনে মনে স্ন্যাপের পর স্ন্যাপ দেখতে পাই। এক বিচ্ছিরি বাজে অবস্থা।

এর মধ্যে মজা করে ফেইসবুকে স্ট্যাটাস দিলাম, ' আমি পৃথিবীর সবচেয়ে হৃদয়বান মানুষটির জন্য তালাশ করছি যিনি আমাকে একটি ডিএসএলআর উপহার দিবেন। ' কিন্তু এই স্ট্যাটাস দেইখা লোকজন ভয়ে কোন মন্তব্যও করে না, পাছে চাইয়া বসি। আমি স্ট্যাটাস দিছিলাম শেয়ার করার জন্য, জনগণ দেখি কথা কইতেও ভয় পায়। জনগণের উপর রাগ করিনা। (একটু নুক্তা প্রয়োজন, নাসরিন নামে একজন ফেইসবুক বন্ধু, চ্যাটে আশ্বাসের কন্ঠে বলছিলেন যে তাঁর অর্থ থাকলে তিনি আমাকে সেইটা গিফট করিতেন, এ সুযোগে তার বয়ানের কৃতজ্ঞতা ও আবারো একটু হাসি।

) আমার মজা লাগে, আমি নিজেরে প্রবোধ দেই। প্রযুক্তি ঠিক আছে শরৎ কিন্তু দেখার চোখ হইল আসল বিষয়। ঐটা তৈরী কর। যদিও নিজেই স্পষ্ট জানি দেখার চোখরে অন্যরে দেখাইতে হইলেও প্রযুক্তির সহায়তা লাগে। আমি হাসি।

বাজেটরে জনগণের করতে হইলেও যেমন সেই চোখ আর উদ্যগ লাগে। আবার সেইটার জন্য অর্থও লাগে। আমি হাসি। শ্বাশত ও জারিফের জন্যও চোখ লাগবে, অর্থ লাগবে, উদ্যোগ লাগবে। তবে শত নেতিবাচকতার কথা কল্পনা করেও আমি হাসি।

প্রাপ্তীর কথা মনে করলেই বুকের ভিতর হাসির জন্ম হয়। আমি মানুষের অপরিসীম সীমাবদ্ধতার কথা ভেবে হাসিনা, আমি মানুষের অনন্ত সম্ভাবনার কথা মনে করে হাসি। বি:দ্র: ছবিগুলা আমার এন৭০ মোবাইল ফোনে বিভিন্ন সময়ে তোলা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.