ফেলানী হত্যায় আমরা যে সুবিচার আশা করেছিলাম, তা এখনো পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
মন্ত্রী আজ দুপুরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমরা যথাবিহিত প্রতিকার চেয়েছিলাম, রায়ের বিস্তারিত বিবরণ এখনো পাইনি। পেলে আনুষ্ঠানিকভাবে সরকারের প্রতিক্রিয়া জানানো হবে।'
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) সঞ্জয় কুমার কুণ্ডুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাফর আলী এমপি, মোস্তাফিজার রহমান এমপি, পুলিশের ডিআইজি (হেড কোয়ার্টার) আবুল কাশেম পিপিএম, রংপুর রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার ও কুড়িগ্রাম জেলা প্রশাসক এবিএম আজাদ প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।