sawhir@yahoo.com
কিভাবে লিখব বুঝে উঠতে পারতাছি না, তবুও শুরু করলাম, কারণ এই ব্লগবাসী আমার এতই কাছে চলে এসেছে যে, এক মুহুর্তও কিছু শেয়ার না করে থাকতে পারি না। তাই আমার এই বর্তমান সিটুয়েশনাটা লিখতাছিঃ
আমি যাকে ভালবাসী সে আমার চেয়ে বয়সে ৩ বৎসরের বড়, আর যে আমাকে ভালবাসে সে আমার চেয়ে ৫ বৎসরের ছোট। সমস্যাটা হচ্ছে দুজনকেই আমার ভাললাগে ভালবাসী। কিন্তু কিছুদিন যাওয়ার পর বুসতে পারছি যে, আমি এইডা কি করতাসি। এইডা ত ঠিক না। আর এদিকে দুজনই আমার প্রেমে পুরা পাগল, বড়জনের ভালবাসার স্টাইল টা মারাত্মক, আর ছোটটার ভালবাসা বুঝবার ই পারি না। দুইটার একই সাবজেক্টে ভিন্ন প্রতিক্রিয়া। আমি দুষ্টামি কইরা একদিন কনফারেন্সে তিন জন কথা কইছি, এহন এর মজা বুঝতাসি, একজন কয় মারাত্মক দিস তুমি, আরেক জন কয় এই কাম করছ তুমি, তুমি মনে করছ ত্রিভুজ প্রেম চালায় যাইবা, অনেক কষ্ট দিলা। এখন কেউই আমার ফোন ধরে না, আমার লগে কথা কয় না। বুঝবার পারতাসি না আমার কি করতে হইবো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।