বাঙালি বড়ই ভোজনরসিক। ভোজ করিতে করিতে তাহারা মরিয়া যাইবেক; তথাপি তাহারা ভোজন ছাড়িবেন না। আর মহান পবিত্র রমজান আসিলেই তো কথাই নাই! ভোজন কাহিনির ষোলকলা করিয়াই ছাড়ে বাঙালি। আর বাঙালির এই ভোজন প্রীতির আগুনে ঘি ঢালে আমাদের সংবাদপত্র। টেলিভিশন বাক্স।
তাহারা রঙডঙ করিয়া প্রতিদিন ছাপে লালা নি:সরনকারী খাবার মেনু। সাথে বাজারের খোজ।
বাজারের খোজ করিতে করিতে আল জিভ বাহির হইয়া আসে বাঙালির। তবুো বাঙালি ইফতার সারে। পত্রিকা পড়ে।
পত্রিকা চাটে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।