আমাদের কথা খুঁজে নিন

   

কে বলেছে যে বাংলাদেশ গরিব দেশ !!!!

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

উন্নত বিশ্বে বাংলাদেশকে গনণাতেই ধরা হয় না । তারা মনে করে এই দেশ খুব গরিব দেশ । মধ্য প্রাচ্যে যারা থাকেন তাদের কাছ থেকেই জানতে পারেন এসব। আমার এক ভাই থাকেন সৌদিতে । ওখানে নাকি আমাদের দেশ থেকে কেউ গেলে তাদের কে মিসকিন হিসেবে ধরা হয় ।

তারা সরাসরি বলে দেয় - আরে তোরা তো মিসকিন, এই নে তোরে দিয়া দিলাম এইটা । এরকম আর কি । আজকে আমার এই পোস্ট এ বলব বিদেশিরা যাই ভাবুক না কেন আমাদের দেশ এর মানুষ কিন্তু তা ভাবি না । কি করে?? আচ্ছা শুনুন তাহলে - আর কয়েকদিন পর ই ঈদ । সবাই এখন কেনাকাটা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে।

প্রয়োজন না থাকা সত্তেও কেউ কেউ বেশি বেশি কিনছে । পকেটের টাকা শেষ না হওয়া অবধি কিনেই যাচ্ছেও । মানুষ আর মানুষ এখন রাস্তায় । কেনাকাটা যেন শেষ হয় না কারো । সেদিন রেডিও তে শুনছিলাম এক আফা ফোন দিয়েছেন ।

তাকে বলা হল কি কি কিনলেন । সে যা বলল তা হল - ৮ টা জামা , ৩ শাড়ি, ২ স্যান্ডেল, ২ টা জিন্স ইত্যাদি। তার আরও কিছু কেনাকাটা বাকি আছে !! এটাই সে বলছিল । অবাক হইলাম । ঈদ হইল ৩ দিন আর সে এতোগুলা জামাকাপড় দিয়ে কি করবে ???বুজতে পারি না ।

আমরা অকারণেই অনেক টাকা খরচ করি । কিন্তু রাস্তার পাশে পড়ে থাকা মানুষ গুলোকে সামান্য সাহায্য পর্যন্ত করি না !! কিন্তু একটু ভালমত চেয়ে দেখলেই বুজতে পারি আমরা কি অনাহারে না খেয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছে তারা । যাকাত এর ব্যপার এ যদি বলতে যাই তাহলে বলতে হয় যাদের যাকাত দেয়ার সামর্থ আছে তারা যদি ঠিক মত যাকাত দিতেন তাহলে আজকে বাংলাদেশ এ গরিব বলতে তেমন কেউ থাকতো না । টাকার পাহাড় গড়ে রেখে দিয়েছে এমন অনেকেই দেখেছি নামমাএ মূল্যে যাকাত দিয়েছে কিন্তু সেই লোক তার পরিবার এর জন্য লাখ টাকার বাজার করছেন । আবার কেউ কেউ ঈদ এর বাজার করতে দেশ এর বাহিরে যাচ্ছেন !! কিন্তু বাসার কাজের ছেলে বা মেয়েটাকে কিছু দিতে গেলেই হিসেব করছে ।

এরকম অহরহ হচ্ছে । গরিব আরও গরিব হচ্ছে । ধনীরা ধরা ছোয়ার বাহিরে চলে যাচ্ছে । তাদের দেখে কে বলবে যে বাংলাদেশ গরিব রাষ্ট্র ??? সত্তি আজব এক দেশ !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।