যু্ক্তরাষ্ট্রে অতি দরিদ্র লোকের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে এখন প্রতি ১৫ জনে একজন গরিব। মেট্রোপলিটন এলাকার মানুষগুলোর আয় কমে যাওয়ার ফলে তারা শহরের আশপাশের এলাকায় চলে যাচ্ছে। নতুন আদমশুমারি অনুযায়ী বর্তমানে আমেরিকায় বেকারের সংখ্যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। দেশটির সরকার প্রথমবারের মতো একটি অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশের পরিকল্পনা করার এক সপ্তাহ আগে এ তথ্য পাওয়া গেছে।
অর্থনৈতিক পরিসংখ্যান সে দেশের দারিদ্র্যসীমার নিচে বাস করা বয়স্ক গরিব কর্মজীবী মানুষের সংখ্যা প্রকাশ করবে। আমেরিকার মোট জনসংখ্যা ৬.৭ শতাংশ অর্থাৎ ২ কোটি পাঁচ লাখ মানুষ এখনো অতি দরিদ্র। তাদের ৫০ ভাগ দারিদ্র্যসীমার নিচে বাস করে। ২০১০ সালের পরিসংখ্যান অনুযায়ী যে ব্যক্তির আয় পাঁচ হাজার ৫৭০ ডলারের কম সে অতি দরিদ্র।
আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রবার্ট মফিট বলেছেন, সর্বোচ্চ আয়ের কিছু মানুষ ছাড়া বর্তমানে আমেরিকায় দরিদ্রতা গ্রাস করেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।
http://www.dailynayadiganta.com/details/9032 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।