আমাদের কথা খুঁজে নিন

   

যাদের পুতুপুতু প্রেম ভাল্লাগে,তারা খবরদার এই পোস্ট পড়বেন না

আমার কথা সিরিয়াসলি নিয়া বাঁশ খাইলে নিজ দায়িত্বে বাঁশ খাইয়েন প্রেমের আগে ছেলে-মেয়ের ফেসবুক স্ট্যাটাসের ধরনঃ ছেলের ফেসবুক স্ট্যাটাসঃবাবাগো বাবা,মাইনষে কেমনে প্রেম করে??আমি হইলেতো কবে পাগল হইয়া যাইতাম!! (ভাবটা দেখ) মেয়ের ফেসবুক স্ট্যাটাসঃপ্রেম করে হবেটা কি?একা আছি স্বাধীন আছি!(বিশাল স্বাধীনচেতা নারী) আমজনতার প্রতিক্রিয়াঃহুহ!!দেখুম নে!!সময় তো আর শেষ হইয়া যায়নাই!! প্রেমের প্রতি অনীহা মার্কা অনেক লম্বা-চওড়া স্ট্যাটাস মারার পর তারা প্রেমে পতিত হল। কি জ্বালা!এখনতো আবার স্ট্যাটাস মারা লাগবে। স্ট্যাটাস না দেখলে মানুষ ভালোবাসার পরিধি কতটুকু তা বুঝবে কিভাবে?ছো,আবার স্ট্যাটাস মারামারি শুরু! প্রেমে পড়ার পর ছেলের ফেসবুক স্ট্যাটাসঃআজকে আমি আমার বাবুটার সাথে সারাদিন ঘুরলাম। কি যে ভালো লাগলো!আইলাভিউ বেবি!!(কার পয়দা করা বাবু কে জানে?) প্রেমে পড়ার পর মেয়ের ফেসবুক স্ট্যাটাসঃবাসার কাজের বুয়া আমার ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে। একারনে আমি আমার জানটার সাথে গত ৪ মিনিট ১৩ সেকেন্ড ধরে কথা বলতে পারছিনা।

মিস ইউ জান। আমজনতার প্রতিক্রিয়াঃওরে মাবুদরে!এইগুলান কি শুরু হইল?এত রঙ্গ-লীলা তো আর সইতে পারিনা! অনেক পুতুপুতু স্ট্যাটাস দেয়া হল,অনেক প্রেমময় ক্লোজ ছবি আপলোড করা হল। তারপরও প্রেম টিকল না। মনে বড় জ্বালা। সেই জ্বালা উপসম করতেই আবার একটু ফেসবুক স্ট্যাটাস মারা দরকার।

ছ্যাকা খাওয়ার পর ছেলের ফেসবুক স্টাটাসঃআমার সাথেই কেনো এমন হল?ভালবাসার মানুষটা আমার সাথে কিভাবে এমন করতে পারল?হয়ত কেউই আমার জন্য নয়। হয়ত আমি ফরেভার এলোন! (দেখুন,সহানুভূতি আদায়ের কি ভীষন চেষ্টা) ছ্যাকা খাওয়ার পর মেয়ের ফেসবুক স্ট্যাটাসঃপৃথিবীর সব ছেলেরাই ভন্ড। ভালবাসার প্রতিদান হিসাবে ওরা কেবল কষ্টই দিতে জানে। (প্রেম করার আগে মনে ছিল না?) আমজনতার প্রতিক্রিয়াঃযাক…। খোদা আমার কষ্ট বুঝছে।

আর রঙ্গিলা-ঢঙ্গিলা মার্কআ স্ট্যাটাস দেখা লাগবে না। শান্তি!!! (এই পোস্টটা আমি আমার এক অতি প্রিয় বন্ধুকে উৎসর্গ করলাম,যার স্ট্যাটাস দেখতে দেখতে আমি বিরক্ত। প্রেম তো প্রচার করে বলার মত কোনো বিষয় না। যাকে ভালোবাসবেন,সে জানলেই হবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন। দয়া করে ভালোবাসাটা হাটে বাজারে দেখানোর বস্তু ভাববেন না।

এতে যে কেবল আশে-পাশের মানুষ বিরক্ত হয় তা না। বরং আপনার ভালবাসাও চরমভাবে অপমানিত হয়। ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.