আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।
যাদের অভিযানের সময় দেশে 'হার্ট অ্যাটাক' হামেশায় বেড়ে যায় এবং যাদের নিয়ে তুমুল আলোচনা-জল্পনা তারা এখন মাঠে।
'গৃহপালিত' রকিব বলেছে- ২৬ ডিসিম্বর তারা নামবো। প্রথম আলো ছবি ছাপালো তারা নেমে গেছে।
খবরও ছাপলো। কিছুটা বিভ্রান্তি-অনেকটা বাংলাদেশের পলিটিক্সের মতন।
বাঘে ধরলে ছাড়ে নেত্রী ধরলে ছাড়েন না। আম্লীগের কোনো এক নেতার মুখ নিসৃত মহান এ বানী। এ মুহুর্তে মনে করতে পারছি না।
স্মৃতি শক্তি খুবই দুব্বল।
তয় কথা কিন্তু সইত্য। ১৪৬ আসনে নিব্বাচন ৫ জানুয়ারী। বাকিদের (১৫৪ আসনের ভোটার ভ্রাতা-ভগ্নি গণের) কষ্ট কইরা কেন্দ্রে যাওনের দরকার নাই।
নিব্বাচনের জইন্য আরো অনেকে 'অসুস্থ' হবেন, অনেকে জীবন দিবেন- ক্ষমতার জইন্য এইটা কোনো ব্যাপার না।
নির্বাচন, ক্ষমতা, লড়াই এবং টিকে থাকা এসব রাজনৈতিক ব্যাপার। কিন্তু ফাঁকে তালে অনেক লোকের হয়ত 'হার্ট অ্যাটাক' হইতে পারে। সেইটাই হইলো কথা।
আসেন আমরা প্রার্থনা করি- হার্ট অ্যাটাক মুক্ত বাংলাদেশের জইন্য। যিনি যেই দলই করেন না কেনো, হার্টের অসুখ মুক্ত থাকুন।
এই প্রার্থনা।
সবাইকে বড় দিনের আগাম শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।