"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
এক লোক সম্ভবত টমি মিয়া তার রেসিপি দেখে নায়িকা অঞ্জনা নাকি অনেক রান্না শিখেছে যেমন রুহআফজা মিল্কশেক। এখন আমি বর্ননা দিচ্ছি কিভাবে এটা তৈরি করতে হয়। ৬গ্লাস দুধ নিন, তাতে পরিমাণমত চিনি পেস্তাবাদাম, বরফকুচি এবং রুহআফজা মিশিয়ে ব্লেন্ড করুন। হয়ে গেল আপনার রুহআফজা মিল্ক শেক, এটাকে গ্লাসে ঢেলে উপর দিয়ে রুফজা গোল করে ঢেলে দিন দেখুন কি সুন্দর দেখতে আর খেতে। এই খাবার দেখে আমার মনে হল রুহআফজা দিয়ে দুধের টেস্টটাই বড়জোড় নষ্ট হতে পারে আর আহামারি কিছু লাগার কথা না।
এইটা খেয়ে টমি ভাই আবার ভঙ্গি করলেন যেন এত মহামারি পানীয় তিনি জীবনে খান নি।
এইটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ল, যখন আমরা ২বোন প্রতিদিন বিকালে একজগ করে পানিতে রুহআফজার শরবত বানিয়ে দাদা, নানাজীকে খাওয়াতাম। আমাদের যে খেতে খুব মজা লাগতো তা না তবে আমরা রঙীন শরবত বানাচ্ছি এটাই ছিল আমাদের আনন্দ আর দাদা আর নানাজী খাচ্ছে এতেই আমরা খুশী।
আরেকদিন টিভিতে দেখলাম মাঝারি আকারের চিংড়ি মাছ বেসন দিয়ে বেগুনীর মত করে ভাজলো আর ভঙ্গি মেরে এমন একটা নাম বলল যে আমি বুঝতে পারি নাই তাই নামটা বলতে পারলাম না
আমার কাছে বিনোদনের জন্য টিভির থেকে বড় মাধ্যম আর কিছুই লাগে না। মাঝে টিভি নষ্ট ছিল তাই কাজকাম না পেয়ে নেটে বসে থাকতাম, শান্তর কাছে মাঝে কয়েকদিন তার দেখা নাটকের ব্রিফিংও নিয়েছি।
কিন্তু এখন আমার টিভি আছে তাই বিনোদনে আমার কোন কমতি নেই আর আজ
ফেইসবুকে আমি আমার প্রিয় টিভি সিরিয়াল দিয়েছি গুলশান এভিনিউ। এইটা নিয়ে বেশ কয়েকজনই আমাকে প্রশ্ন করেছে এটা কেন?? আমি বুঝি না এটাতে সমস্যা টা কোথায়? হিন্দি সিরিয়ালের গাজা খাওয়ার থেকে দেশি গাজা খাই সমস্যা কি?! কথা তো একই!! এ কথা শোনার পর শান্ত এই সিরিয়াল কখন দেখায় এবং রিপিট টেলিকাস্ট কখন হয় তা শুনে নিয়েছে সে নাকি দেখবে
আজকাল বিশেষ করে রমজানে এত এত রান্না দেখায় টিভিতে যে সবকিছুতেই রান্নাবান্না দেখি। সেদিন ইন্ডিয়ান একটা সিনেমার নায়কের নাচন দেখে মনে হল সে জুস বানাচ্ছে।
আজকে একটা সিনেমার অবশ্যই সেটা বাংলাদেশী সিনেমার শেষ অংশ দেখে বড়ই ভাল লাগলো। ভিলেন তার একটা চৌবাচ্চার মত কি যেন আছে যেখানে পানির ন্যায় কিছু বা পানি ই হবে টগবগ করে ফুটছে, তার মধ্যে মানুষকে ফেলে দিলে সাথে সাথে কঙ্কাল হয়ে ভেসে ওঠে তাতে কঙ্কাল বানিয়ে সেই কঙ্কাল আবার ঝুলিয়ে রেখে তার সাথে কথা বলছে।
শেষে মান্না আর ইলিয়ান কাঞ্চন তাকেই ফেলে দিল সেটার মধ্যে এবং তার কঙ্কাল ঝুলিয়ে রাখলো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।