আমাদের কথা খুঁজে নিন

   

"ফেলানী" ফেলনা হয়েই রয়ে গেলে তুমি!!!!!!

অতি উৎসাহী!!!! কিন্তু আগ্রহ নাই!!!!

‘ফেলানী’ তুমি এ জাতির কাছে ফেলনা ছাড়া আর কিছু ছিলে বৈ কি?? তোমার তো জীবন দিয়েও শেষ রেহাই মিলল না। দাদাবাবুরা তো তোমার সৎকার একবার করেছেন, আর আমরা তো আজ অবধি তোমার সৎকার করেই যাচ্ছি। শ্রাদ্ধের প্রসাদও বার কয়েক হজম করে নিয়েছি! হজমের তারিফ করতে হয় বটে! প্রসাদ মাখানো কাঁটাতারগুলো দিব্যি হজম করে বসে আছি, খানিক বাদে কেউ কেউ তৃপ্তির ঢেঁকুরও তুলছি, তবু মন খারাপ- আরও বুঝি হজম করার বাকি??!! গর্ব করতে হয়- হজম শক্তির পরিধি বাড়াতে বাড়াতে একদিন না এ মানচিত্রই হজম করে ফেলি। # হ্যাকিং, মানবদেয়াল, মানবতার ফাঁপা বুলি আউড়ানো, কাঁটাতারের কোর্ট মার্শাল সহ কত নাটকই না মঞ্চস্থ হল তোমায় ঘিরে। আফসোস! প্রদর্শনীর ১টি টিকিটও তোমার কপালে জুটল না। সেই কাঁটাতারেই ঝুলিয়ে দিয়ে গেলে পুরো জাতিকে। এ জাতির কোলে তোমার ঠাই না হোক, দুঃখিনী মায়ের আঁচলের ছোট্ট এক কোনায় তোমার এ ভগ্ন দেহের যেন একটু ঠাই হয়। এ আঁচল যেন আদরভরে শুষে নেয় তোমার এই অসমাপ্ত কান্না......... [[ আমি ঘুড়ি কব্জা করা নাটাই ও নই, ক্ষমতার বৃত্তে বসে থাকা কেন্দ্রবিন্দুও নই, পরিধির চারপাশে আবর্তনরত নিছক এক কণা মাত্র!! প্রতিবাদের পথ আমার এটুকুই! তোমার জন্য এ আর্জিটাও তাই এটুকুই ‘ফেলানী’!!! ]]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.