অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে...
আলোর রাজ্যের হই-হুল্লোর, অক্লান্ত ছুটে চলা
মাঝেমধ্যে ভালোই লাগে, খারাপ নয় বইকি্
এভাবেই কেঁটে যায় অনেকটা সময়,
শুধু রয়ে যাই আঁধারে আমি একাকী।
এই পথের ধারে বেড়ে উঠা ঘাষফুল
সেও পথিকের মনোরন্ঞন করে,
রাতের জোঁনাকীও ঝিকমিক করে জানান দেয়
আঁধারে তুমি ভয় পেও না, আমরা তো আছি!
আর আমি? ঘরের কোনে পরে থাকা
ধুলো পড়া আসবাবের মত।
কিছু করার, কিছু বলার কিংবা তোমার মুখে
দুদন্ড হাসি ফোটাবার ক্ষমতা আমার আছে কি?
না নেই...নিতান্তই নিষ্কর্মা অকেজো আমি
তাই তো রয়ে যাই আঁধারে একাকী।
হাজার আলোর অপ্সরীদের ভীরে হাড়ানো
দিপ্তীহীনতায় নিমজ্জ আমি!
জানি একদিন ভুলে যাবে সবাই আমায়
অন্ধকারের রাজকন্যা হয়ে আমিও ছিলাম,
শুধু মনে রেখো তুমি।
আলোর এই সরব রাজ্যে হাড়িয়ে গেলেও
অন্ধকারে থাকব আঁকা,
ছায়াময় এ শহরে রইব আঁধারে আমি একা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।