আমাদের কথা খুঁজে নিন

   

রাতের আঁধারে

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

নিশ্চুপভাবে যখন পথ দিয়ে হেঁটে চলছি, হঠাৎ ধর্মকে হারাতে হলো আমাকে। শুনতে পেলাম পৃথিবী প্রশ্ন করছে, পৃথিবীর অবাধ প্রশ্ন করা দেখে কোন জবাব আসেনি আমার কণ্ঠ দিয়ে। এক সময় আবার চলতে শুরু করলাম, দেখতে পেলাম দিনের আলো ফুরিয়ে রাতের আঁধার নেমেছে। অথচ দিনের আলো আমাকে আশ্রয় দিলো না, কিন্তু ঠাঁই হলো রাতের আঁধারের কাছে। নিজের ভাগ্যকে অন্ধকার ভেবে ঢলে পড়লাম তার বুকে। তেমনি এই পৃথিবীর মানুষগুলি, এখানে খারাপ মানুষের সমারোহ, আর ভালোর সংখ্যা সীমিত। যারা ভালো ছিলো তারাও আজ অধঃপতনের পথে। কিছু মানুষ আছে দিতে চায় না, অথচ নিতে চায়। তারা সন্ধি বোঝে না, বোঝে শক্রতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।