আমাদের কথা খুঁজে নিন

   

রাতে আঁধারে

তোমার আমার দূরত্ব এখন আকাশ চুম্বী।
সহস্র বছরের চেনা তুমি আজ,
ষ্টেশন থেকে ট্রেন হারিয়ে যাওয়ার মতই ধূসর।
আমি অনুভবের উপলব্ধিতে অঙ্কুরে গাঁথি ভালোবাসার অস্তিত্ব।
দন্ডিত যুবক মহাদৃষ্টিতে দেখে,
রাতের আপন আলোর অস্তিত্বের বিলীন।
সেও আবার রাতের আঁধারে।



তোমার আমার স্বপ্ন এখন বিপরীতমুখী।
তুমি আকাশের বুক ফেরে সূর্য আর চাঁদকে
রাখতে চাও দু হাতের মুঠোয়।
আর আমার সীমাবদ্ধতা আমাকেও অতিক্রম করে না।
আমার স্বপন আটকে থাকে তোমাকে ছোঁয়া অবধি।
দন্ডিত যুবক স্মৃতির ইন্দ্রজাল থেকে
বেরুতে না পেরে একাকী হাঁটে লক্ষ ক্রোশ।


সেও আবার রাতে আঁধারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।