/
অন্ধকার নেমে আসতেই দুই তীরে জ্বলে উঠল আগুন
এতক্ষণের শিরশির করা ঘাস অতর্কিত চাষাবাদে
মুহূর্তে সবুজ ঘাস হয়ে উঠল
বহুদিন ধরে জমে থাকা বরফ সামান্য প্রতিধ্বনিতে
নেমে আসতে থাকল, বয়ে যেতে থাকল অনেক গভীর দিয়ে
যা কখনও ছুঁতে পারিনি।
বুকের ভেতর নদী, ঠোঁটের গভীর দিয়ে তুলে আনলো মুক্তো
চোখের ভেতর যে আলো ছিল তাতে দেখলাম হীরক -
যা আগে কখনও দেখিনি
নীলকান্ত মনি লুদ্ধকের মত ছায়া ছায়া পথের প্রায় সমস্তই
অভিজ্ঞ সূর্যের মতন চিনিয়ে দিল আমাকে।
একটা হরিদ্রা বাঘ খেপে ওঠে, অন্ধকারে শুয়ে থাকা
তুলতুলে খরগোশের হাড় মাংস আলাদা হয়
রক্তের প্রমত্তা স্রোতে গোলাপের পাপড়ি ভাসতে থাকে।
স্বর্ণলতার নিচে চেপে থাকা নিঃশ্বাস আমূল বিদ্ধ করে
ঘাস-বুক-জমিন। একটা সোনালী লাঙ্গলের ফলা
চষে নেয় আলো-অন্ধকার-ছায়া-স্বপ্ন
একজন কৃষাণি অবাক হয়, কৃষকের ফসলী জমিতে অযুত অঙ্কুর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।