গতকাল এমআরপি পাসপোর্টের আবেদন অনলাইনে করে জমা দেয়া হয়েছে, ছবি তোলার কাজও শেষ। এখন ডেলিভারি স্লিপে খেয়াল করলাম ঠিকানায় সামান্য ভুল আছে। পাসপোর্ট ছাপানোর আগেই এই ভুল সংশোধনের কোন উপায় আছে কি? পাসপোর্ট হাতে পাবার পর এটা সংশোধন করা যাবে জানি, কিন্তু একটা কাঁটাছেঁড়া হবে, এটা এড়ানোর উপায় বের করার করছি। বিষয়টা কারো জানা থাকলে উপকৃত হবো জানালে। ধন্যবাদ।
আপডেট: আজ পাসপোর্ট অফিসে গেলাম। কোন টাকা-পয়সা লাগলোনা, ৩০৮ নাম্বার রুম থেকে একটা কারেকশনের ফরম নিয়ে ফিলাপ করতে হয়, সেটা ঐ রুম থেকেই এ্যাপ্রুভ করে বেজমেন্টের ডাটা সেন্টারে গিয়ে আপডেট করিয়ে নেয়া যায় পাসপোর্টের তথ্য। তবে শর্ত একটাই, যা করার পাসপোর্ট প্রিন্ট হবার আগেই করতে হবে। পাসপোর্ট প্রিন্ট হয়ে গেলে উপায় একটাই, ৩,০০০ টাকা দিয়ে নতুন আরেকটা বই নেয়া, পুরানোটা কেটে ফেলবে ওরা। এমআরপি পাসপোর্টে কোন রকম কোন হাতে লিখে চেন্জ হয়না।
বিস্তারিত লিখলাম, কারন কেউ সামুতে সার্চ দিয়ে এই তথ্যটা বের করতে পারবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।