যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
গত কয়েকদিন ধরে পুরান ঢাকায় যাতায়াত বেশী হচ্ছে । পুরান ঢাকায় এই রমজানে যাতায়াত করা মানে একদিনের মামলা । যখনই যাই না কেন ফিরতে ফিরতে রাত ।
ক'দিন আগে ঠিক ইফতারের আগে আগে গেলাম চকবাজার । বড় বাপের ছোট পোলা সহ নানা পদের ইফতার নিয়ে বাসায় ফিরতে ফিরতেই আযান .... কি আর করা তাড়াহুড়ো করে ইফতার তৈরী করা হলো, বড় বাপের ছোট পোলায় খায় খুলতেই দেখি বাসী গন্ধ, মজাজা টাই বিগড়ে গেল । এই বড় বাপের ছোট পোলায় খায় আগে খেয়েছি, মোটমুটি প্রতি রমজানে একবা হলেও খাওয়া হয় কিন্তু এবার কপাল খারাপ, এখনও খাওয়া হলো সা ।
আজকেও গেছিলাম পুরান ঢাকায় নওয়াব বাড়ীতে, ফেরার পথে দেখি হাজীর বিরিয়ানী তখনও শেষ হয় নাই সাথে সাথে কয়েক প্যাকেট নিয়ে বাড়ী মুখো । সেই বিরিয়ানীর দাম এখন ১২০ টাকা ।
সম্ভবতঃ এই আগস্টে বেড়েছে । বাসয় ফিরে মোবাইল ক্যামেরায় বন্দি করলাম একটা প্যাকেট, আপনাদের জন্য, সেহেরী সেরে ফেলুন তাড়তাড়ি ।
হাজীর বিরিয়ানীর সেই আদি অকৃত্রিম দোকান
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।