এই দেশে রবি বাবু সবচেয়ে পুরাতন জানাশোনা লোক
অনেক প্রসার তাঁর, সারাদিন খোলা থাকে মদের দোকান
পাশাপাশি নিয়মিত বিদেশী মদও চলে মিলু ব্যপারীর
বেশ পপুলার তার হেমলকী সোমরস - এ্যাশ কালারের
তাছাড়াও ইদানিং গজিয়েছে বেশকিছু আধুনিক বার
কদাচিৎ দেখাযায় কেউ কেউ খুঁজে ফেরে পুরাতন মাল।
আমি এক মদখোর এই পথে চলে গেছি বহুদিন আগে
প্রায় প্রতিদিন আমি ফাঁকে ফাঁকে উঁকি মারি এদিক সেদিক
গ্রহযোগ ঘটেগেলে পাঁড় মাতাল হয়ে একা একা ঘুরি
তখন কি অদ্ভুত - চোখ জুড়ে ভেসে ওঠে আরেক জগত
আকাশের পর্দায় প্রাণপায় জীবনের কাঁচা জলছবি
মদখেয়ে চুর হয়ে আকাশের দিকে আমি থুথু ছুড়ে দেই
তারপর ধীরে ধীরে কেটে গেলে মায়াময় স্বপ্নের ঘোর
টের পাই চেহারাটা স্যাঁতস্যতে - চোখে মুখে ঘৃনার প্রলেপ।
[নোটঃ মিলু = জীবনানন্দ -এর ডাকনাম]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।