আমাদের কথা খুঁজে নিন

   

খাঁচার বাঘ খুঁচিয়ে মারছো না তো?

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

কাইলকার কথা। এক বন্ধু আইসা কইলো, কি খাঁচার বাঘ খুঁচিয়ে মারছো না তো? আমি কইলাম, বুঝি নাই। বুঝায়া কন। তখন তিনি নিম্নলিখিত গল্পটি বললেন।

গত কালকেই উনি সিনিয়র এক ভদ্রলোককে ফোন করছিলেন। নানা কথার পর সিনিয়র মানুষটি প্রেমের কথায় আইলেন। বলাবাহুল্য, আমার বন্ধুটির সঙ্গে সিনিয়রের ফ্রি সম্পর্ক। সিনিয়র জিগাইলেন, প্রেম করছো? বন্ধু বলেন, করছি একটু। সিনিয়র বলেন, খাঁচার বাঘ খুঁচিয়ে মারছো নাতো? বন্ধু বলেন, ভাই এই ব্যাপারটা বুঝলাম না।

সিনিয়র বলেন, বুঝলা না? মানে, কলিগের সঙ্গে প্রেম করছো না তো? বন্ধু বলেন, না না সে কী করে হয়? কিন্তু এইটারেই খাঁচার বাঘ খুঁচিয়ে মারা বলে? সিনিয়র হো হো করে হেসে ওঠেন। আর কিছু কন না। বন্ধুও বুঝতে পারে না। খাঁচার বাঘের মাজেজা কী। বন্ধুর কাছে গল্পটা শোনার পর একটু চিন্তা করলাম।

কোনো সদুত্তর পাইলাম না। এর পিছনেও নিশ্চয়ই একটা গল্প আছে। না থাকলেই বা কী? কথাটা কিন্তু ইঙ্গিতময়, মজার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।