চলতে এখনও করিনি শুরু, খাঁচার ভেতর কেবল উড়ুউড়ু!!
কাল রাতে মা ফোন করে বলল," বাড়ি কি আসা যায় না?" আমি মাকে কিভাবে বুঝাব যে, আমি যে যায়গায় পড়তে এসেছি তা কেমন । যখন ক্লাস চলে তখন মাঝে মাঝে মনে হয় কেন যে ভর্তি হয়ে ছিলাম? আমার লেখার শিরোনাম 'খাঁচার পাখি' সেই জন্যই দেয়া। ইন্টারনেট ল্যাবে সপ্তাহে একদিন বসারই সুযোগ হয় না। প্রতিটা দিন ল্যাব, রিপোর্ট, ক্লাস টেস্ট, কুইজ, ভইভা দিতে দিতে একবারেই নাজেহাল অবস্থা । আমি আর মোটেই উড়ুউড়ু করতে পারছি না আমার খুব খারাপ লাগছে। রেজাল্ট দিয়েছে তাও খুব একটা ভাল হয় নি। নিয়মিত ব্লগেও আসতে পারিনা। খুবই খারাপ অবস্থা, মেকানিক্যালে মানুষ পড়ে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।