আমাদের কথা খুঁজে নিন

   

খাঁচার পাখী উড়ে গেলে ©

ভালবাসা নিম্নগামী খাঁচার পাখী উড়ে গেলে খাঁচার পাখী উড়ে গেলে কেমনে হয় অচেনা ভাংগা খাঁচা পুড়ে গেলে ডাকলে সে শুনেনা। নিজের গুনে গুনি হয়ে পুন্য করে থাকো এই দুনিয়ায় তুমি ধনী যমকে দূরে রাখো। মাওলা যদি তোমার হয় ভয় তুমি কর না খাঁচার পাখী উড়ে গেলে মাওলার হয় সে চেনা। পাখী দেখি উড়ে বেড়ায় এখানে আর সেখানে বন্ধ ঘরে গুমোট হাওয়া শান্তি পাবে কেমনে। পাখী গেছে আসল বাসায় সেটাই তার ঠিকানা।

এমন দেহ পচে গেলে পোকা মাকড়ে খায় সেই দেহেরই জন্য কেন মন কেন সাজা পায়। কোহিনূরের পাখী এখন চায় প্রভুর করুণা। পাখীকে ভয় পেলে তুমি ডাকো কেন তাকে যাকে ভয় পাওয়ার কথা সে কোথায় থাকে। কোহিনূর তো তোমায় ছাড়া আর কাউকে ডাকে না। ভাংগা খাঁচা পুড়ে গেলে ডাকলে সে শুনেনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।