হে মানুষ, তুমি মানুষের মতই হও, এই আমার আশা ও প্রার্থনা।
এক সুতোয় এক ঘুড়ি ওড়ে,
মনের আকাশে,
আকাশ নীলে স্বপ্নঘুড়ি তোমাকে খোজে,
তোমায় নিয়ে মেঘের নীড়ে ঘর বাধিব রে,
জান কি তুমি ব্রিষ্টি কোথায় থাকে,
সন্ধাতারা কেমন করে জ্বলে,
এসো ভিজি তারার আলোতে,
তারার ফুলে মালা গেথে পরিয়ে দেব রে,
ব্রিষ্টি এনে তোমার চোখে ছুয়ে দেব রে,
তমায় নিয়ে তারার নীড়ে ঘর বাধিব রে
ভেবেছে কি মন জোছনার নিরজনে,
স্নিগ্ধ আলোয় দেখব তোমায় আনমনে,
এসো না এই চাদের উঠোনে,
জোছনা এনে তোমার খোপায় জড়িয়ে দেব রে,
আলোর স্রোতে আমরা দুজন ভেসে যাব রে,
স্বপ্নঘুড়ির সুতো আমি তোমায় দেবো রে।
ডাউনলোডের জন্য Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।