ঘুম আমার খুব-ই অপ্রিয়, তাই আমি জেগে থাকি যতক্ষন চোখে দেখি.....
ছিড়ে গেছে ইচ্ছেডানার পালক
ঝরা পালকে সেজেছে মনের শহর
এক একটা পালকে এক একটা কথা
এক একটা পালকে এক একটা ব্যথা
মন শহরে তোমাদের নিমন্ত্রন রইলো
শুনে নিও কথা বুঝে নিও ব্যথা
নিশ্বঃ আমি ব্যর্থ আমি ক্লান্ত এখন
স্বপ্নঘুড়ি ওড়েনা এখন মন শহরের আকাশে
তোমাদের অসীম মন আকাশে উড়াও তোমাদের স্বপ্নঘুড়ি
ছেড়া সুতোর নাটাই হাতে আমি
শুধু অপলক দেখি তোমাদের রঙিন স্বপ্নঘুড়ি
ছিড়ে যাওয়া ইচ্ছেডানার ঝরা পালক -
উড়ছে এখনো আমার মন শহরের আকাশে
তোমরা তা কখনো দেখোনা
তোমরা যা পেয়েছো তা তোমাদের
যা চেয়েছি আমি তা আমার হয়নি
পেয়েছি যা তা আমার ছিলো
তোমাদের আর আমার মাঝে ব্যবধান এক পলকের
অথচ অনেক দূরের আমি তোমাদের থেকে
এভাবে থাকবো দূরে
দেখবো তোমাদের অসিম আকাশের স্বপ্নঘুড়ি
ভিজবো আমি আমার
মন শহরের আকাশ ভরা কালো মেঘের বৃস্টিতে
নিমন্ত্রন রইলো তোমাদের
যদি ভিজতে ইচ্ছে করে
যদি ঝরা পালকের কথা ব্যথা জানতে ইচ্ছে করে
তবে এসো আমার একলা মন শহরে।
ফেসবুক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।