আমাদের কথা খুঁজে নিন

   

অবৈধ বাংলাদেশীরা আসামের রাজনীতির নিয়ন্ত্রক হয়ে উঠেছে?



আসামের গৌহাটির সাংবাদিক নব ঠাকুরিয়া। বাংলাদেশে খুব কম মানুষই হয়তো নব ঠাকুরিয়ার নাম জানেন। আমিও জানতাম না। সুনীতা পাল, সালাউদ্দিন শোয়েব চৌধুরী, উইকলি ব্লিটজ খুঁজতে গিয়ে নব ঠাকুরিয়াকে পাওয়া গেল। ডেইলি স্টারে আসামের বিদ্রোহী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়ার বিনিয়োগ নিয়ে সুনীতা পাল একটি লেখা লিখেছেন আমেরিকান ক্রনিকলে।

সুনীতা পাল কে, সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল সুনীতা পালকে সমর্থন দিয়ে একটি লেখা লিখেছেন নব ঠাকুরিয়া। আর সে লেখাটি প্রকাশিত হয়েছে, অশোকা ফেলো সলিম সামাদের ব্লগে। Click This Link সলিম সামাদের পরিচয় তার ব্লগ থেকে পাওয়া যায়। ডেইলি স্টারের সঙ্গে উলফার সম্পর্ক আবিষ্কারের ব্যাপারে মরিয়া নব ঠাকুরিয়া কে? তিনিও সুনীতা পালের মতো অলৌকিক কোনো চরিত্র কি না সে প্রশ্নের উত্তরের জন্য নব ঠাকুরিয়ার নামে অনুসন্ধান করলাম গুগলে। যতদূর বোঝা গেল নব ঠাকুর আসামে খুব পরিচিত নাম।

সাংবাদিক নেতা। কিন্তু বাংলাদেশ বিরোধিতার ক্ষেত্রে তার তুলনা তিনি নিজেই। নব ঠাকুরিয়ার একটি কল্প কাহিনী পাওয়া গেল একটি পত্রিকায়। সেখানে তিনি লিখেছেন আসাম শত হাজার অবৈধ বাংলাদেশীতে ভরে গেছে। অবৈধ বাংলাদেশীরা সেখানে গিয়ে কাজ করছে।

ভোট ব্যাংক হিসেবে কাজ করছে। শুধু তাই নয়, সেখানকার রাজনীতির নিয়ন্ত্রক হয়ে উঠেছে। তারাই নাকি এখন আসামের কিংমেকার। আসামের ছাত্র সংগঠন এ নিয়ে প্রতিবাদ করছে। তারা দাবি জানিয়েছে, অবৈধ বাংলাদেশীদের যেন কোনো কাজ না দেয়া হয়।

নব ঠাকুরিয়ার লেখাটি পড়ুন এই লিঙ্ক থেকে। http://www.weeklyblitz.net/index.php?id=343। তার লেখার লাইনে লাইনে বাংলাদেশ বিদ্বেষ। বাংলাদেশীদের প্রতি ঘৃণা। অক্ষরে অক্ষরে অবৈধ বাংলাদেশী বলে কথিত আসামের মানুষদের প্রতি আক্রমণ শানিত হয়েছে।

অথচ এই লেখাটি প্রকাশিত হয়েছে বাংলাদেশেরই একটি পত্রিকায়। সে পত্রিকাটির নাম উইকলি ব্লিটজ। আর সে পত্রিকাটির সম্পাদক সুনীতা পাল ওরফে সালাউদ্দিন শোয়েব চৌধুরী। বাংলাদেশ বিরোধী এরকম বহু লেখা প্রকাশ করেও কেন পত্রিকাটি কারো নজরে এলো না? হয়তো ইংরেজি ভাষায় প্রকাশিত বলে। এ ধরনের দেশ বিরোধী লেখা আটকানোর দায়িত্ব যাদের তারা কেন চুপ থাকছেন? একটিই কারণ বের করা যেতে পারে, এর পেছনে।

সেটি হলো, নব ঠাকুরিয়ার অসমী ইংরেজি পড়ে বোঝার ক্ষমতাও আমরা অর্জন করতে পারিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.