বাংলাদেশের অ্যান্ড্রয়েড মার্কেটে হইচই ফেলে দেয়া বাংলাদেশী ব্র্যান্ড সিম্ফনি এবং ওয়ালটনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। এর কারণ চমকপ্রদ উদ্ভাবনী সব ফীচার, আরো ভালো ভালো মডেলের আগমন আর কম দাম। বলা বাহুল্য যে দেশের ভিতরে মোবাইলগুলো উত্পাদন করার কারণে এসব ব্রান্ডের আমদানি করার ট্যাক্স গুনতে হয়না তাই বিদেশী ব্রান্ডের চেয়ে বাজার মুল্য অনেকটা কম হয়। আসুন দেখে নেয়া যাক ২০১৩ এর সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দুই ব্রান্ডের সেরা মোবাইল ফোনগুলো কি কি (সেরা নির্বাচন করা হয়েছে জনপ্রিয়তা, দাম এবং স্পেসিফিকেশন মিলিয়ে) -
1. Symphony Xplorer ZII - BDT 19,500
2. Symphony Xplorer ZI - BDT 19,990
3. Symphony Xplorer W92 - BDT 11,490
4. Symphony W150 - BDT 16,990
5. Symphony Xplorer W35 - BDT 6,290
6. Symphony Xplorer W125 - BDT 14,990
7. Symphony W85 - BDT 9,490
1. Walton Primo X2 - BDT 23,990
2. Walton Primo NX - BDT 17,990
3. Walton Primo H2 - BDT 14,990
4. Walton Primo X1 - BDT 18,690
5. Walton Primo F2 - BDT 6,990
6. Walton Primo R2 - BDT 16,190
7. Walton Primo H1 - BDT 13,990
এছাড়া শীঘ্রই বাজারে আসছে প্রিমো X2 Mini, Symphony W140 এবং Symphony P10 এর মত চমত্কার সব মোবাইল।
সূত্র - Mobiledokan Bangladesh
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।