আমাদের কথা খুঁজে নিন

   

তাহারা সবাই 'কৃষ্ণপক্ষের' লোক এ বাক্যে প্রতীতি জন্মায়, ছবি তার স্বাক্ষী!

সুন্দর সমর

এ এক অদ্ভুদ দেশে জোয়ারের গর্ব নাশ করতে যেখানে ভাটার টান পড়ে দৈনিক, দিনে যারা মাতাল হয়ে উঠে বলে রাসভ নাদে রাজাকার ড়াজাকার দূতাবাস বা ভূতাবাসের দাওয়াতে তারাই সাদর আলিংগনে আবিষ্ঠ হয়ে ওঠে তাহাদের সনে, যাহাদের প্রকাশ্যে গালি ছাড়া বচন বলে না। চোরের মাতৃজননীর গলা বেশি হবে রটেছে এ ভাষার প্রবাদে, কিন্তু বিদেশে চিকিৎসারত চোরের কন্যার গলাও নেহাত কম নয়, কম নয় তার দল কিংবা দলীয় মিডিয়া বা প্রচার-পণ্যাদের, এতই পীরিতি যখন উহাদের সনে এমন প্রশ্নে তারা যে জবাব দেবে তার সার বস্তু অতি সরল, কৃষ্ণের বেলায় লীলা বটে অন্যের বেলায় পাপ তারা সবাই 'কৃষ্ণপক্ষের' লোক এ বাক্যে প্রতীতি জন্মায়, ছবি তার স্বাক্ষী হয়ে আছে! এরপর চোপার জোর কমবে এমনটা মনে হওয়ার কোনও কারণ কদাপি নেই, তাহারা 'কৃষ্ণপক্ষের' বরপুত্র! কৃষ্ণ অতিশয় স্বভাবে সতত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.