আমাদের কথা খুঁজে নিন

   

সব শালারা দালাল



সব শালারা দালাল বটে সব শালারা চোর, সব সিয়ানে নিজের লাগি করছে সমাদর। লুটেরা আর লুটতরাজে দেশের মাথা ভারি, সবলেরা দুর্বলদের অন্ন খাচ্ছে কাড়ি। কেউবা বলে আমি নেতা ন্যায়ের কথা বলি তুই বেটাই বড় চোর, দেশটা গিলে খেলি। বঞ্চিতদের দেখিয়ে বলিশ আমি তাদের নেতা, নিজের আখের গুছিয়ে নিয়ে বেচিস তাদের মাথা। এইনা সেই দিন কানা কঁড়ি অর্থ ছিলোনা তোর, এখন দেখি টাকায় শুয়ে ঘুমিয়ে করিস ভোর। আঙ্গুল ফুলে কলাগাছ বলতে শোনা যায় দূর্নীতি করতে তোদের লাগেনাতো ভয়। দূর্নীতির জন্ম তোরা দিয়ে নাকি থাকিস, আমি তোদের শুয়োর বলি লজ্জা চোখে রাখিস।। লোখাঃ সেলিম জাহাঙ্গীর রাজশাহী মোবাইলঃ ০১৯২৩৭৭৬৬২২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.