আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে এত মানুষ মরে আর ফকরি মরে না । হালায় জ্বালাইয়া মারতাছে । জিনিসিপত্রের দাম বাড়াইতাছে দিনদিন , কারেন্ট দেয়...

তুমি সাদা ক্যানভাস, আমি রং মাখা তুলি।

আজ সকালে অফিসে আসার পথে একজন লোকের এইভাবে দুঃখ প্রকাশ শুনলাম । সে পানির গ্যালন টেনে নিচ্ছিল আর রাগ ঝাড়ছিল প্রধান উপদেষ্টার প্রতি । মগবাজারে কাল দুপুর থেকে পানি ছিল না । পাম্প নষ্ট ।

বিদ্যুৎ এর যন্ত্রণা তো আছেই । দ্রব্যমূল্যের উর্ধ্বগতি মানুষকে নিষ্পোষিত করছে । বর্তমানে আমরা যে পরিস্থিতিতে আছি এ থেকে পরিত্রাণের উপায় কি ? কে পারবে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে ? আমি শুধু ভাবি । কিন্তু কোন নিরসন খুজেঁ পাই না । কারও জন্য কিছু করতে পারি না ।

মাঝে মাঝে মনে হয় আমরা এ কোন প্রকারের প্রতিবন্ধি ? গ্যাসের সংকট, বিদ্যুৎ সরবরাহের সংকট, পানির সংকট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আরও আরও অনেক সংকটে আমরা জর্জরিত । সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আমাদের নীতির সংকট । কবে এইসব সংকট নিরসন হবে ? ( আমি তো সংরক্ষিত পানি দিয়ে সকাল পর্যন্ত কাজ চালিয়েছি । বাসায় গিয়ে কি করব ভেবে পাচ্ছি না )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.