আমাদের কথা খুঁজে নিন

   

দূর্ঘটনা পুঁজিবাদ

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

টিভির মাঝে হঠাৎ করে আচমকাই একজন লেখকের বই এর শিরোনামে আমার বহুদিনের একগুচ্ছ শব্দের অনুসন্ধানের পর্ব শেষ হল মনে হল। আমার কাছে বর্তমান বিশ্ব পরিস্থিতি একটি প্রকৃতি প্রদত্ত বিরাজমান ব্যবস্থা বা অবস্থান মনে হয় নি কোন দিনই। ছোটবেলায় স্কুল পর্যায়ে যখন, ঐ সময় উন্নত বিশ্বের কথা তন্ময় হয়ে পড়তাম বা শুনতাম। টাইম ঔ নিউজউইক ছিল আমার ম্যট্রিক পরবর্তী সময়ের সঙ্গী। ঐ সাময়িকীর কারিগরী অংশের নতুন আবিষ্কার বা উন্নয়নের প্রতিবেদনের দিকই নজর ছিল অধিক পরিমানে।

গত দশ পনেরো বছরের দ্রুত পরিবর্তনশীল বিশ্ব ঘটনাসামগ্রী আমার জনে এর সারমর্ম হিসাবে একটি শব্দ বা এক গুচ্ছ শব্দের মাঝে এই পরিস্থিতির উত্তর খুঁজে বেরিয়েছে। স্বভাবিকভাবে, অনেকটা অবচেতন মনেই । টিভিতে আচমকা দেখা ঐ স্বল্প সময়ের দৃশ্যায়নই হয়তো তার কাছাকাছি শব্দ বা শব্দগুচ্ছই আশা করি উত্তর প্রদান করেছে। নাওমি ক্লাইনের সদ্য প্রকাশিত বইয়ের প্রচ্ছদ শিরোনামটিই হয়তো তার প্রতিফলন। তার প্রকাশিত সেই বইয়ের শয়িরোনাম হল “The Rise of Disaster Capitalism” অর্থাৎ "দূর্ঘটনা পুঁজিবাদের উত্থান"।

আমি পুরো বইটা দেখিনি বা পড়তেও সক্ষম হইনি, তবে ইন্টারনেটে লেখিকার বিশ্লষনে অন্ততঃ তাই অনুমান করা যায় সহজেই। নিচে তার ওয়ব সাইট উল্লেখ করছি আপনাদের জন্য http://www.naomiklein.org/shock-doctrine এবং তার কথোপকোথনের উদ্ধৃতি সাইট নিচে (আরেকটি) Click This Link তার ইউটিউবে সাক্ষাতকার নিচে http://www.youtube.com/watch?v=JG9CM_J00bw

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।