আমাদের কথা খুঁজে নিন

   

অসহায় আরতি

সুখীমানুষ

বহুদির পর চতুর্দশপদী কবিতা লেখলাম, জানিনা আপনাদের কেমন লাগবে। তবে আমার আবেগ অনুভূতি ও প্রচেষ্টার কোন কমতি আমি করিনি। নারী তুমি তীব্র তীক্ষ্ণ স্রোতিনীর মত আমি যেন বসন্তে ঝরে যাওয়া পাতা, তোমার ঘুর্ণিতে পরে ঘুরি অবিরত কিযে অসহায় হায় জানেন বিধাতা। সজ্ঞা নাই, সুখ নাই খালি নিশীদিন ক্লান্তিহীন স্মৃতিভারে নত মোর শির, সকলই বৃথা রে সবই যুক্তিহীন নিজেরে টেনে টেনে ধরে হচ্ছি অধীর। পৌষের শীতের মত ধরেছে জাকিয়া মুক্তি নাই, ক্ষমা নাই, ফিরতেও নারি, এতইকি বিপদে আমি আমারে নিয়া নিজের সপার সাধ যায়নাতো ছাড়ি! শেষ ভরশা হে ঈশ্বর ফিরাও মোরে যে চায়না, নিজে যেন না সপি ঐ দোরে। ১-৯-০৮, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.