তুমি সাদা ক্যানভাস, আমি রং মাখা তুলি।
আমরা উপদেশ দেওয়ার সুযোগ পেলেই তা খুব সহজে ব্যবহার করি । কখনও ভাবি না কোন কোন উপদেশ মারাত্মক বিরক্তিকর । সুযোগ পেলেই দু' এক লাইন আউড়ে দেই । মাঝে মাঝে এটা কে একটা বদঅভ্যাস মনে হয় ।
এই অভ্যাস থেকে পরিত্রাণ পেতে হলে কিংবা এই অভ্যাস পরিত্যাগ করতে হলে কি কি উপায় বের করা যায় ? ভাইয়া, আমি এবং রাসেল (আমার ছোট ভাই) ঠিক করলাম আমাদের ৩ জনের মধ্যে যে উপদেশ দিবে সে উপদেশ প্রতি ২০ টাকা করে দিবে । সেটা দিয়ে সবাই খাব ।
টাকা বাচাতে গিয়ে উপদেশ দেওয়া বন্ধ হবে এই চিন্তা করেই এই পদ্ধতি ।
কাল রাতেই আমার ৬০ টাকা খেসারত দিতে হয়েছে । আমি উপদেশ দিতে গিয়ে হ্যাট্রিক করেছি ।
সামনে আবার কত দিতে হবে এই চিন্তায় চিন্তিত ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।