"মনে হয় গদাম কইরা লাত্থি দেই"
ব্লগে আসার পর সব থেকে কমন ডায়ালগ দেখলাম এইটাই।
কারো উপর রাগ হলেই বলে কি,"মনে হয় গদাম কইরা লাত্থি দেই"
ডান পন্থীরা গদাম কইরা দেয় বাম পন্থীদের। বামেরা ডানের পশ্চাৎদেশে দ্বিগুন জোরে....
আওয়ামী পন্থীরা গদাম কইরা হাঁকায় দল পন্থীদের পেছনে তো তারাইবা ছাড়ে কেন?
আবার জোট বেঁধে ইয়া জোরে কষে সাঈদী সাহেবকেও।
এদিকে আবার আস্তিক- নাস্তিক তো গদাম গদাম লাত্থা-লাত্থি চলছেই চলবেই....
যা হোক, আপনারা গদাম গদাম লাত্থা-লাত্থি করুন প্রব্লেম নাই। প্রব্লেম অন্যখানে।
এই যে গদাম গদাম লাত্থা-লাত্থি চলে, আপনারা কি কেউ কখনও লাত্থি দিয়ে 'গদাম' শব্দ হতে শুনেছেন?
শুনে থাকলে জানাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।