প্রতিভাবান নৃত্যশিল্পী খুঁজে বের করতে বাংলাভিশনে শুরু হয়েছে নাচ বিষয়ক রিয়েলিটি শো “ম্যাঙ্গেলি নাচো বাংলাদেশ নাচো”। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশন ও প্রযোজনা প্রতিষ্ঠান গ্রাম টেলিমিডিয়া’র যৌথ আয়োজনে। ৬ মার্চ থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে।
অনুষ্ঠানটির মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ, অভিনেত্রী মেহের অফরোজ শাওন এবং চিত্রনায়ক ফেরদৌস। তবে প্রাথমিক পর্যায়ে বিচারক হিসেবে ছিলেন নৃত্যাঙ্গনের বিশিষ্টজনেরা।
বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ জানান ‘নাচের প্রতি আমাদের ছেলে মেয়েদের আগ্রহ আরো বাড়ানোর জন্যই ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’।
দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান বিভিন্ন নৃত্যশিল্পীদের বাছাই করে বাছাই পর্বগুলো নিয়েই এই ডান্স রিয়েলিটি শো। বাছাই পর্বগুলোতে উপস্থাপক হিসেবে ছিলেন তানিয়া হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করছেন শাহানূর খান রিপন। প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবেন ৫ লাখ নগদ টাকার সঙ্গে একটি সোনার মুকুট।
দ্বিতীয় বিজয়ী পাবেন ৩ লাখ নগদ টাকার সঙ্গে একটি সোনার মুকুট। তৃতীয় বিজয়ী পাবেন ১ লাখ নগদ টাকা এবং ৪র্থ ও ৫ম স্থান অধিকারী দু’জন পাবেন ২৫ হাজার টাকা করে।
ক্লোজ আপ ওয়ান এর থেকেও বেশী টাকা পুরস্কার দেয়া হয় এবং যারা ক্লোজ আপ ওয়ান এর বিজয়ী হয় তারা অনেক জনপ্রিয়তা লাভ করে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।