অনেকভাবে কতিপয় সেইসব ব্লগারদেরকে অনেক কথা বলেছিলাম, তবুও ওরা থামেনি। কমেন্টস এর ঘরে অনেক অনুরোধ থাকতো, এই সব নাস্তিকতা বাদ দিয়ে দেন। ইসলামকে আক্রমন করে বাজে পোস্ট দিবেন না। ধর্মটাকে ধর্মের জায়গায় রাখুন। ধর্ম যার যার।
জোর করে চাপিয়ে দেয়া যায়না।
উল্টোপক্ষও সমানভাবে সক্রিয় ছিলো।
কিন্তু দুটো পক্ষই কোনদিন ভাবেনি এসব ভার্চুয়াল লেখাই একদিন রিয়েলিটি হিসেবে দেখা দিবে, আর ভাবেনি বলেই চলেছে প্রচন্ড রকমের বাজে সব শব্দের ব্যবহার, বাজে সব প্রপাগান্ডা। সময়ের পরিবর্তনে আজ আমরা সবাই এক কঠিন সংকটে।
ব্লগার হিসেবে একসময় গর্ববোধ করতাম, আর এখন ব্লগার পরিচয় দিতেই কুন্ঠিত হই।
অথচ মুস্ঠিমেয় কিছু ব্লগারের কারনে ব্লগিং জিনিসটাই পঁচে গেছে।
অনেকে বলবেন ষড়যন্ত্র করে ব্লগারদেরকে নোংরা ভাবে প্রেজেন্ট করা হচ্ছে। হ্যা, এটাও সত্যি, তবে দেশের মেজরিটি মানুস এখন ব্লগার সম্পর্কে নেতিবাচক চিন্তা করে। যার প্রমাণ রাস্তাঘাটে, রেস্তোরায় বসে লোকজনের মন্তব্য শুনেই বুঝা যায়। আজ আমিও তেমনি একটা ঘটনার প্রত্যক্ষ দর্শী !!!
সেই ২০১০ সালে এইসব বন্ধ করার জন্য একটা পোস্ট দিয়েছিলাম, অথচ ২০১৩ তে সেটা কতইনা বাস্তব!!!!
আস্তিক-নাস্তিক ইস্যু: চলবে অনন্তকাল..........চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোন উপায় নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।