আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসীদের জন্য রিয়েলিটি শো।

জীবন জীবিকার প্রয়োজনে বাংলাদেশের প্রচুর লোকজন প্রতিদিন পাড়ি জমাচ্ছে বিদেশে। কেউ কেউ সেখানে গড়ে তুলেছেন তাদের আবাস ভূমি। তাদের গর্ভজাত সন্তানেরা বড় হচ্ছে বিদেশী পরিচয়ে। ফলে প্রবাসী বাংলাদেশীদের তৃতীয় প্রজন্ম হয়ে যাচ্ছে শিকড় বিচ্ছিন্ন। প্রবাসীদের মাটি আর শিকড়ের কাছে নিয়ে আসার জন্যই পিলার প্রোডাকশনের আয়োজনে শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো ‘প্রবাসী পল্লী ফরগটেন রুট’।

এটি এ বছরের মার্চ মাস থেকে এটি এন বাংলায় প্রচারিত হবে। নতুন এই রিয়েলিটি শোতে প্রবাসী বাংলাদেশী ছেলে মেয়েরা অংশ নেবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, এবং স্পেনে বসবাসকারী প্রবাসীরা ওয়েব সাইটের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করে। এদের মধ্য থেকে অডিশনের মাধ্যমে বাছাই করা ১০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হচ্ছে প্রবাসী পল্লী ফরগটেন রুট’। অডিশনের মাধ্যমে বাছাই করে মোট ১০জন প্রতিযোগীকে নিয়ে শুরু হচ্ছে ‘প্রবাসী পল্লী ফরগটেন রুট’।

প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা এবং প্রতিযোগীদের পরিচয় করিয়ে দিতে ২৫ ডিসেম্বর রাতে এটিএন বাংলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা এবং প্রতিযোগিদের পরিচয় করিয়ে দিতে গত ২৫ ডিসেম্বর রাতে এটি এন বাংলা অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অংশগ্রহণকারী সদস্যরা হলেন প্রিয়াংকা (ইউকে), মিষ্টি (ইউকে), মোনা (ইউকে), আফসার (ইউকে), মঞ্জুর (ইউএসএ), আল আমিন (ইউকে), নিশাত (ইউকে), জাকির (ইউএসএ), জিনিয়া (স্পেন), তাসলিমা (কানাডা)। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এটি এন বাংলার উপদেষ্টা সাইফুল হক, টাইটেল স্পন্সর প্রবাসী পল্লীর চেয়ারম্যান মহিদুর রহমান, ডেল্টা বে’র চেয়ারম্যান মো: ফখরুদ্দিন রাজি, পিলার প্রোডাকশনের চেয়ারম্যান দিলারা খান, এটি এন বাংলার উপদেষ্টা এম শামসুল হুদা, অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজীশ আলী খান ও রিয়েলিটি শো এর পরিচালক প্রদীপ ভট্রাচার্য্য। আর চ্যানেল আইয়ের একটি নামকরা রিয়েলিটি শো হল ক্লোজ আপ ওয়ান।

দেখা যাক ক্লোজ আপ ওয়ান এর সাথে এই নতুন রিয়েলিটি শো পাল্লা দিতে পারে কি না?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.