বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
আসলে ইন্টারনেটের আসক্তি পেয়ে বেসেছে আমাদের। কোন কারণে নেট বন্ধ থাকলে কিছুই ভাল লাগে না। কেমন খালি খালি লাগে সবকিছুই। মনে হয় কি যেন একটা নেই।
এরমানে বুঝতে হবে সবাই হয়ত আস্তে আস্তে নেটের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে।
আজ ভোর থেকেই বাংলাদেশে ইন্টারনেটের অবস্থা খারাপ। কয়েকজায়গায় ফোন করে শুনলাম, মেইন লাইন মানে অপটিক ফাইবার কানেকশনের সমস্যা আমাদের এন্ডে। ঢাকা, চট্টগ্রাম সহ অনেক জায়গা থেকে ইন্টারনেট ইউজ করা যাচ্ছে না। যতটুকু ইউজ করা যাচ্ছে, তা হলো ভিস্যাট ব্যাকআপ।
আবার সব আইএসপি তো ভিস্যাট ব্যাকআপ দেয়না। তাই যারা পাচ্ছে তাদের স্পিড খুবই কম।
আমাদের বিকল্প কোন অপটিক ফাইবার ব্যাকআপ কানেকশন নাই। যদিও এখন কথাবার্তা চলছে, বিকল্প একটি লাইনের ব্যাপারে। দেখা যাক সেটা কতদিনে হয়? ততদিন পর্যন্ত আমাদের কষ্ট করতেই হবে।
আবার সকালে ব্লগে ঢুকে দেখি ব্লগ ওপেন হচ্ছে কিন্তু উপস্থিতি খুব কম মাত্র ৪ জন। কিন্তু লগইন করা যাচ্ছে না। বলছে ইউজার নেইম পাসওয়ার্ড ভুল।
নেশাখোরের মত সবাই উসখুস করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।