নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা!
আজ আর কোন কিছুতেই আধিপত্য নেই।
সময়ের সমরে ভুলে যাই অনেক প্রিয়
শব্দের বানান।
আমাকে আটকে রাখে স্বপ্ন থেকে দূরে
কোনো এক কসাইবাজারের কিছু
পরিচিত শক্তিশালী বেদনা!
মধ্যাহ্ন বেলায় কেউ তবে আঁচল ভরে
কুড়িয়ে নিলো সুখ ! মৌলিক কার্নিশের
সান্নিধ্যে পরে থাকে কয়েকটি ডানাহীন প্রজাপতি।
বহুবার অথবা বহু রাত আমি মাতাল
মনুর পাড়ে বসে জ্যোসনা খেয়ে যখন
ভেবেছি ; এত এত্ত শূন্যতা তবু আমি
কোন মোহে গেঁথে রাখি - রাখার
আশা পোষন করি , একদিন স্বপ্নের দিনরাতগুলি
আমার হবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।