আমাদের কথা খুঁজে নিন

   

একজন শক্তিশালী নেতার কন্ঠ হাজার বুলেটের চেয়েও শক্তিশালী।

পৃথিবীর ইতিহাসে যেসব চিন্তাবিদদের সুচিন্তিত অভিমত ও চিন্তার ফসলে বিভিন্ন যুগের জীবনধারায় আনয়ন করেছে অভিনবত্ব স্বাচ্ছন্দ ন্যায় ও সততার পথের সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তার মধ্যে অন্যতম। তার চিন্তার ফসলে একটি সবুজ ক্ষেত্রের জন্ম। তিনি জন্ম গ্রহণ না করলে এ স্বাধীন বাংলার জন্ম হতো না এ কথা সবার স্বিকার করতে হবে। যখন এ দেশ পাকিস্থানীদের জাঁতাকলে পিষ্ট হচ্ছিল ঠিক সেই মুহূর্তে বাংলার নেতৃত্ব দেন এক সাহসী বীর পুরুষ নাম তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অসীম সাহসীর কারণে পাকিস্থানরা এদেশের মানুষের উপর বেশি স্টীম রুলার চালাতে পারেনি।

তারা মূলত: এদেশকে পঙ্গু করতে চেয়েছিল কিন্তু তারা আবার জানতোও বাঙ্গালীরা অদম্য কারণ তাদের পিছনে রয়েছে একজন দক্ষ নেতৃত্ব। আসলে কি যেকোন সংগ্রামে বিজয় লাভ করার পিছনে একজন দক্ষ নেতৃত্বের অবদান খুবই বেশী থাকে। আর তার প্রমাণও পাওয়া গেছে আমাদের দেশ স্বাধীনের ক্ষেত্রে। এত স্বল্প সময়ে দেশ স্বাধীন হওয়া খুব কম কথা নয় আর যার অবদানটায় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবরের কারণেই। পৃথিবীর ইতিহাসে এ রকম নজিরবিহীন দেশ আর কোথাও নেই স্বল্প সময়ে স্বাধীন হয়েছে।

যখন একটি গাছে এলোমেলোভাবে ফুল ফুঁটে থাকে কিন্তু সেটা দেখতে তেমন ভাল দেখায় না কিন্তু সেই ফুল গুলিকে কুঁড়িয়ে নিয়ে যদি ফুলদানীতে রাখা হয় তাহলে সেটা দেখতে অনেক শোভা পাই। ঠিক তেমনি বাংলার সমস্ত জনগণকে একত্রিত করে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন তার সুযোগ্য গুণের কারণেই। আর স্বাধীন হওয়ার পিছনে জনসমর্থন অবশ্যাম্ভাবী খুবই জরুরী। তেমনি তিনি জনগণকে একত্রে করেছিলেন তার শক্তিশালী অস্ত্রের কারণে আর সেই শক্তিশালী অস্ত্র ছিল মূলত তার বজ্র কন্ঠ। আর তার বজ্র কন্ঠ ছিল বুলেটের চেয়েও শক্তিশালী।

তাই এ মহান নেতা বাঙ্গালীর হৃৃদয়ে চীর অক্ষয় হয়ে থাকবে, যতদিন এ বাংলাদেশ থাকবে। এই মহান নেতার জন্য এ মহান মাসে তার এবং তার পরিবার বর্গের জন্য আতœার মাগফেরাত কামনা করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.