আমাদের কথা খুঁজে নিন

   

পেঁচার মাথা ঘোরানোর রহস্য

বাংলা ভাষােক ভালবািস মানুষ তার আশপাশের দৃশ্য দেখার জন্য ডানে-বাঁয়ে মাথা ঘোরাতে পারে। তবে সেটা সর্বোচ্চ ৯০ ডিগ্রি পর্যন্ত। আর পেঁচার ক্ষমতা এ ক্ষেত্রে মানুষের তুলনায় তিন গুণ বেশি। শরীর স্থির রেখেই পাখিটি তার মাথা ২৭০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। এতে এদের মাথায় রক্তপ্রবাহে কোনো রকম বাধা সৃষ্টি হয় না।

পেঁচার মাথা ঘোরাতে পারার রহস্যের জট খুলতে পাখিটির হাড় এবং রক্তনালির গঠন পরীক্ষা করেছেন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা। সায়েন্স সাময়িকীর প্রতিবেদনে তাঁরা জানান, পেঁচার মাথা ও ঘাড়ের সংযোগস্থলের হাড়ের ভেতরটা অন্য প্রাণীদের চেয়ে বেশি ফাঁপা। এই ফাঁপা অংশ দিয়েই মাথা ও চোখে রক্ত সরবরাহকারী নালিটি ওপরে উঠে গেছে। পেঁচার চোয়ালের ঠিক নিচের অংশের রক্তনালিও বিশেষ গুণসম্পন্ন। মৃত পেঁচার একটি রক্তনালিতে গবেষকরা তরল পদার্থ প্রবেশ করান।

এতে তাঁরা দেখেন, চোয়ালের নিচের রক্তনালিগুলো অনেকখানি ফুলে উঠেছে এবং বেশ খানিকটা তরল পদার্থ সেখানে জমা হয়েছে। গবেষকদের দাবি, পেঁচা যখন মাথা ঘোরায়, তখন রক্তনালির এই অংশে জমা থাকা রক্তই মাথা ও চোখে প্রয়োজনীয় রসদ জোগায়। ফলে এরা অনায়াসেই ২৭০ ডিগ্রি পর্যন্ত মাথা ঘুরিয়ে চারপাশে নজর বুলাতে পারে। কিন্তু মানুষ তার মাথা ঘোরালে সংশ্লিষ্ট রক্তনালিগুলো সঙ্কুচিত হয়ে যায়। ফলে রক্তপ্রবাহে বাধা পড়ে।

এ কারণেই মানুষ খুব বেশি পরিমাণে মাথা ঘোরাতে পারে না। সূত্র : টেলিগ্রাফ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।