www.runews.weebly.com
জেনেভা ক্যাম্পের পাশেই আমার অফিস। সকাল বলে নাকমুখ চেপে ক্যাম্পের ভেতর দিয়ে রিকশায় আসি। দুপাশের অবস্থা দেখে কষ্ট লাগে। ছোট ছোট খুপরি, তার ভেতর ঠাসাঠাসি করে অনেকগুলো মানুষ (পরিবার বলাই ভালো) বাস করে।
কাওয়ালি আর উর্দু কথাবার্তা চলে অবিরাম।
মুমূর্ষ বুড়ো থেকে সদ্য কথা বলতে শেখা শিশু, কেউ বাংলা বলে না। আমার সেখানে কোন সমস্যা নেই। কিন্তু এখনো এদের বাংলাদেশর নাগরিক হতে আপত্তি। এখনও এরা জিন্নাহ'র নামে জয়ধ্বনি দেয়। ভোটার তালিকায় নাম তুলতে চায় না।
তাহলে এদের এখানে থাকতে দেয়ার প্রয়োজন কি? পাছায় লাথি মেরে সাগরে , না হয় জাহাজ ভর্তি করে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হোক।
একজন মুক্তিযোদ্ধার কাছে শুনেছিলাম বিহারীদের অত্যাচারের কথা। ৭১' এ এরা ছোট ছোট শিশুদের পা ফেড়ে মেরেছে। কত নারীর সম্ভ্রম লুট, কত মুক্তিযোদ্ধার পরিবার যে এদের হাতে নৃসংশভাবে খুন হয়েছে তার ইয়াত্তা নেই।
এখনও ওরা বর্বর পাকিস্তানীদের প্রেতাত্মা হয়েই থেকে গেছে।
ওদের কারণেই কয়েকদিন আগে বাবা-মায়ের সামনে গলা কেটে আত্মহত্যা করেছে স্খুল ছাত্র।
' যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি'
কবি আব্দুল হাকিম একথাটি বলেছেন বাংলার হতভাগ্য সন্তানদের। যারা বাংলাকে অস্বীকার করে, করেছে এবং করেছিলো। আমরা এদেরকে কি বলবো?
ছবির ক্যাপশন: জেনেভা ক্যাম্পে তাসের আসর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।