দেশের পোশাক কারখানাগুলোর ভয়াবহ পরিস্থিতির কথা জানাল সরকার গঠিত বিশেষ মন্ত্রিসভা কমিটি। কমিটির পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী, দেশের অধিকাংশ কারখানা ভবনই বিধি মেনে নির্মাণ করা নেই, বিধি মানা হলো কি না, তা দেখারও কেউ নেই এবং বৈদ্যুতিক লাইন পরীক্ষা করা নেই।সরকারের এই প্রতিবেদনে ‘নেই’-এর তালিকাটি আরও দীর্ঘ। যেমন: অধিকাংশ কারখানায় আগুন লাগলে পানি দেওয়ার ব্যবস্থা নেই, বহির্গমন সিঁড়ি নেই, ভবনের পাশে পাকা জলাধার নেই, শ্রমিকদের জন্য নিয়োগপত্র নেই, তাঁদের ছুটি নেই, কারখানায় পার্টিসিপেশন কমিটি নেই, শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা নেই, বিশ্রামাগার নেই, ফ্লোরে চলাচলের অবস্থা নেই, কারখানায় বর্জ্য বিশোধনাগার নেই, সমস্যা হলে অভিযোগ করার জায়গা নেই।প্রতিবেদনে আরও বলা হয়েছে, শ্রমিকদের মজুরি কম, শিল্প পুলিশের আচরণ শ্রমবান্ধব নয়, বরং তারা মালিকের স্বার্থরক্ষায় কাজ করে। সাভারে রানা প্লাজা ধস এবং যুক্তরাষ্ট্র অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা (জিএসপি) স্থগিত করার পর বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে সভাপতি করে গত ৬ মে ‘তৈরি পোশাক শিল্পবিষয়ক মন্ত্রিসভা কমিটি’ নামে একটি কমিটি গঠন করে সরকার। কমিটির নির্দেশে দৈবচয়নের ভিত্তিতে ঢাকা, চট্টগ্রাম ও ঢাকার আশপাশের ২২৭টি তৈরি পোশাক কারখানা সরেজমিন পরিদর্শন করে ৪৬০ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদন তৈরি করতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের একজন করে যুগ্ম সচিবের নেতৃত্বাধীন সাত সদস্য করে ১১টি দল কাজ করেছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর, বিজিএমইএ, বিকেএমইএ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজউক এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ছিলেন দলগুলোর সদস্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।