আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..
কত আলো জ্বলছে , দর্শক আসছে অডিটরিয়ামে
বুয়েট ছাত্র দু'প্রকার হয়- স্বভাবে আর নামে ..(হায় হায় এ কী কথা)
হায় হায় এ কী কথা যথা-তথা; শরমেতে মরি
নামে যারা বুয়েট ছাত্র তাদের কথাই বলি.........তারা over-ইsmart//
তারা over-ইsmart, পড়ে T-shirt ; ক্যাফের সামনে খেলে
off-chanceএ ক্লাসটা করে সময়-সুযোগ পেলে...
তারা ভীষণ busy
(তাইলে চলেন তাদের busy থাকার নমুনা দেখাই.....)
সামনে ইডেন কলেজ, বদরুন্নেসা ; পাশে মৈত্রী হল
ইsmart ছাত্র রুটিন করে কাটায় সেথা বিকাল.......(সন্ধ্যা ছাত্রী হলে)....
সন্ধ্যা ছাত্রী হলে......সময় বাড়লে টিউশনিটা আছে.....
ফিরতে ফিরতে রাত্রি তখন সাড়ে দশটা বাজে...(পড়ার energy নাই)
পড়ার energy নাই....বিনোদন চাই; উপায় আছে প্রচুর...
নিশিতে কল আসে ফোনে; কোকিল ডাকে মধুর.....(বুকটা ধড়পড় করে)
.....কিন্তু যাদের কোকিলা নাই; তারা কী করে জানেন???
যাদের কোকিলা সাই, feel করে shy; অন্য line আছে
পামেলা আর মল্লিকা'রা pc জুইড়া নাচে.......(ঘুমায় সাড়ে পঁাচটায়....)
আরে...ঘুমটা ভালো, আরো ভালো লাইব্রেরীর AC
একা পড়তে ভাল্ লাগেনা; partner বদলায় রোজই....(তবু পড়া হয়না)
তবু পড়া হয়না, মনে চায়না আছে কত কারণ......
CG হইল নারীর বয়স; মুখে বলা বারণ...... বলে ইsmart ছাত্র//
আর যারা ভাবের ছাত্র??
যারা ভাবের ছাত্র...আদর করে আঁতেল বলে সবাই...
দেহের চেয়েও ব্যাগটা বঢ়; বই-খাতাতে বোঝাই.........(চোখে চশমা ঝুলে.....)
চোখে চশমা ঝুলে.....মনের ভুলে টিকিট রাখে বাড়ি....
বুয়েট বাসে উঠতে গেলে হেলপারে দেয় ঝাড়ি........(বুকটা ফাইট্টা আসে........)
বুকটা ফাইট্টা আসে........অবশেষে ক্লাস করতে ঢোকে..
ছশমার ফাকে বারেবারে কারে যেন দেখে........(মনটা করে আনচান)....
কিন্তু মনের এই ভাব বেশিক্ষণ থাকেনা, কারণ........
তাহার রেজাল্ট ভালো, ডিমান্ড ভালো নিচের batch এর কাছে...
graphএর একটা slopeবাইর কইরা মনের সুখে হাসে..
(যেন নোবেল পাইছে)
যেন নোবেল পাইছে, বিদিক হইছে টিউশনিটা পাইয়া..
ছাত্রী তাহার heavy চালু হলিক্রসের মাইয়া...(ছেলে শুধু তোতলায়)
এরপর কী হয়?
কত...লাল-নীল পরী আর বান্দরী করে আসা-যাএয়া
ভাবের ছাত্রের মুখে লাগে ওড়নার হিমেল হাওয়া.........(তাহার মাথা ঘোরে)....
তাহার মাথা ঘোরে, তবু পড়ে; ্নেক পড়াই বাকি...
term-final এ 4 না পাইলে জীবনটা যে ফাকি..
আহা সোনার ছেলে, আহা সোনার ছেলে//
সোনার ছেলে-নামের ছেলে; সবার কথাই তো বললাম; কিন্তু তাগোর মধ্যে সম্পর্ক কেমন?
এমনি ভাবের ছাত্র-নামের ছাত্র কেউ কয়না কথা
PL আসলে ভাবের ছাত্র নামের ছাত্রের দাদা/..(তাহার চোথা আছে)
তাহার চোথা আছে, মাথা আছে....নামের ছাত্র বোকা
চাইতে গেলে পায়না কিছুই; খাইতে হয় ডে ধোকা.....(শেষে পলাশী যায়)
শেষে পলাশী যায়, চোথাটা পায় ১০ বছরের পুরান
সেইটা দিয়াই তিনি তাহার term-final টা উতরান; (4 পায় ভাবের ছেলে)
4 পায় ভাবের ছেলে, সময় চলে; হয় সবই upgraded
নামের ছাত্র-ভাবের ছাত্রের রুটিন থাকে unchanged
চলে অনন্তকাল, চলেছ অনন্তকাল, চলবে অনন্তকাল...........
এমনি নানানরকম ছাত্র নিয়া বুয়েট হইছে মহান.....
কারো জন্য বিয়বাড়ি, কারো জন্য শ্মশান...
তবু বুয়েট ভালো, তবু বুয়েট ভালো, তবু বুয়েট ভালো.........//
আমরা সবাই ভালো......................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।