আমাদের কথা খুঁজে নিন

   

আঁধারে জোছনা হয়ে : বাপ্পা মজুমদার

reaz.shahed@gmail.com

[ বারীণ মজুমদার ও ইলা মজুমদারের সন্তান শুভাশীষ মজুমদার, ডাক নাম বাপ্পা; বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে পুরো পরিবারটিরই প্রচুর অবদান; প্রয়াত সঞ্জীব চৌধুরীর সাথে মিলে দলছুট নামে যে ব্যান্ডটি বাপ্পা গড়ে তুলেছিলেন, কিছু কালজয়ী গান উপহার দিয়ে সেটি অল্প কদিনেই শীর্ষতালিকায় উঠে এসেছে; এদিকে বাপ্পা তার স্বতন্ত্র অবস্থানটিও পোক্ত করেছেন। এ গানটি তার "রাতের ট্রেন" অ্যালবাম থেকে নেয়া। যারা বাপ্পার গানকে তথাকথিত "প্যানপ্যানানি" মনে করেন, তাদেরও ভালো লাগবে এ গানটি, যেটিকে অনেকেই বাপ্পার অন্যতম শ্রেষ্ঠ গান বলে মানেন। পোস্টটি সঞ্জীব চৌধুরীকে উৎসর্গীকৃত। ] আঁধারে জোছনা হয়ে সারারাত ছুঁয়ে যেতাম, মাঝরাতে তুমি ঘুমিয়ে গেলে যদি আমি পূর্ণিমা হতাম সারারাত ছুঁয়ে যেতাম।

ঘুমজড়ানো বন্ধ চোখে জোছনারা আলো জ্বালে সেই দুচোখে স্মৃতি এসে সারারাত কথা বলে; সেই জোছনা হতাম যদি আমি, স্বপ্নে ভরিয়ে দিতাম। আঁধারে জোছনা হয়ে সারারাত ছুঁয়ে যেতাম... সুখপ্রহরে তীর হারালে ছন্দে মাতাল নদী হাসে সেই প্রহরে স্মৃতি এসে সারারাত ছন্দে ভাসে; সেই স্মৃতিটা হতাম যদি আমি, ছন্দে মাতিয়ে দিতাম। আঁধারে জোছনা হয়ে সারারাত ছুঁয়ে যেতাম, মাঝরাতে তুমি ঘুমিয়ে গেলে যদি আমি পূর্ণিমা হতাম সারারাত ছুঁয়ে যেতাম। সুরকার: বাপ্পা মজুমদার। ভালো গান শুনুন, শুদ্ধ গান শুনুন, হিপহপ রিমিক্সকে না বলুন ধন্যবাদ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।