আমাদের কথা খুঁজে নিন

   

এ দুঃখ রাখিব কোথা...



গত বছরের কথা...ফার্মগেটে এসে রিক্সার ভাড়া দিয়ে দু পা এগিয়েছি হঠাৎ একটা ছেলে এসে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল। কিছু বোঝার আগেই হাত অটোমেটিক উঠে গেল এবং.....পরমূহুর্তেই বুঝলাম....আইজকা আমি গেছি। তো ছেলেটি অত্যন্ত ভদ্র ভাবে কুশল জিঞ্জাসা করল এবং গর্বের সহিত জানালো সে অত্র এলাকার খারাপ ছেলেদের একজন। আমি জানিয়া কৃতার্থ হইলাম। আমার হাতটি নিয়ে তার কোমরে লাগিয়ে রিভলবারের অস্তিঃস্ত বুঝিয়ে দিল ( আসলেই কিনা কে জানে...)।

ছেলেটি দেখতে কিন্তু বেশ ভদ্র গোছের, চুল পরিপাটি করে আচড়ানো.....তো সে আমার মোবাইলটা চাইল....দিলাম.....সে যত্ন করে তার পকেটে চালান করে দিল.....এরপর ৫০০ টাকার নোটআছে কিনা জানতে চাইল....বললাম নেই.....বলল চেক কইরা পাইলে কিন্তু সমস্যা হইব......অতি দুঃখের সহিত হেসে বললাম চেক করুন। তো সে আর চেক করলোনা, জিঞ্জেস করল "থাকলে বড় ভাইরে খাওয়াইতা না?" আমি কি বলব বুঝতে পারলাম না। যাওয়ার সময় বলল, ভালো থাইক্যেন। আমি বেকুবের মতন দাড়ায় রইলাম। সময়টা সকাল দশটা মতন ছিল।

ব্লগার ভাইরা নিশ্চয় ভাবতেছেন বেলা দশটার সময় এতো মানুষের মধ্যে আমি এভাবে......ভাই ওটা প্রথম অভিগ্ঞতা কিনা....আর আসলে ঐ সময়....কি আর বলব দুঃখের কথা যাই হোক এর পরের বছর সুইডেনে আমার এক বন্ধু বাসে করে যাওয়ার সময় পকেট থেকে তার মোবাইল পড়ে যায়। সে বেচারার অবস্থা খুবই করুণ। আমি আমার মোবাইল দিয়ে একের পর এক কল করে যাচ্ছি....অবশেষে বাস ড্রাইভার ফোন ধরে বলল একজন মোবাইলটা পেয়ে তাকে দিয়েছে.....অবষেশে বন্ধুটির মুখে হাসি ফুটল...। হঠাৎ তখন আমার ঘটনাটা মনে পড়ল.....দির্ঘশ্বাঃস ছেড়ে ভাবলাম কবে যে আমাদের দেশটা এমন হবে...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.