আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়া আমাদের মাথা নিচু হতে দিলেন না(রি পোস্ট)

সুন্দর সমর

খালেদা জিয়া আমাদের মাথা নিচু হতে দিলেন না আবারো 'না'এর মধ্য দিয়ে আপনি জল্লাদের তরবারির নিচ থেকে মুক্তির সূর্যকে তুলে আনার অংগিকার দিয়ে গেলেন কারাগারে বসে ভোটার হব না কারাগারে বসে ভোটার হব না না ফাঁসুড়ের কারাগারে বসে ভোটার হব না না না না এবং না তারপরও না জীবনের শেষ শ্বাস পর্যন্ত না -না নির্যাতনে অসুস্থ সন্তানের মুক্তির জন্য গোলামির শর্ত নয় -না.. না... না... মুচালেকা দেয়া কারামুক্তি? - না যার যেমন ইচ্ছা বিদেশে চিকিৎসার জোলাপ খেয়ে আসুক নাক কান গলা মুখ বা বুকের চিকিৎসা দাবি করে চোখে দেখা না দেখার অজুহাতে হাওয়াই জাহাজে করে বিদেশ ঘুরুক কিন্তু আপনি তাতেও টললেন না খালেদা জিয়া আপনি আর স্বাধীনতা সমার্থক হয়ে উঠেছেন মুক্তির বাউল গান আপনার 'না' এর দ্যোতনায় বেজে উঠল আমরা আবার জীবনের স্বাদ খুজে পেলাম স্বাধীনতার আগুনের মধ্য দিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.