আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিচারণঃ খেজুর গাছ

ফুলকপি স্বাস্থ্যের জন্য ভাল খেজুর গাছ, যে গাছে ওঠা সবচেয়ে সহজ, খাঁজ কাটা থাকে বলে সহজেই ওঠা যায়। ঢাকায় বেড়ে উঠলেও গ্রামে যেতাম প্রায়ই। বিশেষ করে পরীক্ষাগুলোর পর, অবাধ স্বাধীনতা, মাঠে ছুটে বেড়ানো, গাছে চড়া, আর খেজুরের রস... গাছ থেকে চুরি খাওয়া খেজুরের রসের সেই স্বাদ কোক/পেপসি কিংবা লবণ মেশানো ভদকা মার্টিনিতেও পাই নি আজও কোন দিন। একবার আমরা যখন খেজুরের রসের কলস চুরি করতে গিয়ে ধরা পড়লাম, গাছের মালিক আমাদের দুভাইকে দেখে হেসে ফেললেন, তারপর তার হাতের গামছা দিয়ে ছেঁকে খেজুরের রস খেতে দিলেন আমাদের, তার সেই হাসিতে যে সরলতা ছিল, তার দেয়া খেজুরের রসে যে মমতা মেশানো ছিল, সেটা কি কোনদিনও ভুলতে পারব? উনার নাম ছিল ইউনুস, আমি ইউনুস মামা বলে ডাকতাম। জীবনের অনেকটা সময় চলে যাবার পর ইউনুস মামা কেমন আছেন আজ, কিংবা বেঁচে আছেন কি না সে খোঁজটা কোনদিনই আর নেয়া হয় নি আমার। ছোট্ট একটা ভুল হয়ে গেছে, এত কিছু লিখে ফেলার পর ছবির গাছটাকে দেখে একটু সন্দেহ হচ্ছে যে গাছটা আসলে খেজুর গাছ নাকি নারিকেল গাছ!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।