আমাদের কথা খুঁজে নিন

   

শামীম মুক্ত, নাসিমের মুক্তি বিলম্ব হতে পারে



সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার আজ শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন। অপরদিকে, মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে গুরুতর অসুস্থ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের মুক্তি বিলম্ব হতে পারে বলে বিডি নিউজ জানিয়েছে। উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীর উদ্ধৃতি দিয়ে বিডি নিউজ জানিয়েছে, নাসিমের জামিনের কাগজপত্র তাদের হাতে এসে পৌঁচেছে কিন্তু আজ ছুটির দিন হওয়ায় তা পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না। বিগত কিছুদিন যাবৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম মস্তিস্কে রক্তক্ষরন জনিত কারনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার পরিবারের পক্ষ থেকে তখন থেকেই তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানের আবেদন করা হলেও তা অনেক দেরীতে করা হয়।

এখন আবার জামিনের কাগজপত্র পরীক্ষা করা সম্ভভ হচ্ছে না ছুটির দিনের কারনে। গত ১৮ জুলাই রাতে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাস এলাকার বাসার গেট থেকে শামীম ইস্কান্দারকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার করা হয়। পরদিন মহানগর মুখ্য হাকিম আদালত তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়। উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী শুক্রবার বিকাল ৩টা ২০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোহাম্মদ নাসিমের জামিনের কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। মুক্তির প্রক্রিয়া চলছে।

তবে সরকারি ছুটি থাকায় কারা কার্যালয়ে তা পরীক্ষা-নিরীক্ষা করার বিষয় রয়েছে। এগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত মুক্তি প্রক্রিয়া শেষ হচ্ছে না। তাই মুক্তির সময়টি এখনই হলফ করে বলা যাচ্ছে না। '' উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার সিদ্দিকী শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' হাইকোর্টের আদেশে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তিনি সকাল সাড়ে ১১টায় কারাগার থেকে ছাড়া পান।

'' শামীম ইস্কান্দারকে জরুরি বিধিমালায় জ্ঞাত আয়ের বর্হিভূত সম্পদ অর্জন ও অর্থ গোপন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অসুস্থ মোহাম্মদ নাসিমের মুক্তির বিলম্ব হতে পারে। শুক্রবার সরকারি ছুটির কারণে জামিনের অনুলিপিসহ আনুষঙ্গিক কাজগুলো শুক্রবার বিকালেও শেষ না হওয়ায় এ বিলম্ব হচ্ছে বলে উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী জানান। ৬ আগস্ট মোহাম্মদ নাসিমকে চার মাসের জামিন দিয়েছিল হাইকোর্ট।

নাসিম মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে গত এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে রয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।