আমাদের কথা খুঁজে নিন

   

১৯৬৫ যুদ্বঃ বীর বাঙ্গালী রক্ষা করেছিল পাকিস্তান

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই ১৯৬৫ সালে আগষ্টে পাকিস্তান শ্রীনগর সিমান্তে প্রবল বিক্রমে আক্রমন করে। হতচকিত ভারত কিছু বুজে ওঠার আগেই পাকিস্তানী সেনাবাহিনী যুদ্ববাজ উপজাতি গুলোর সহায়তায় শ্রীনগরের দ্বার প্রান্তে পৌছে যায়। মেজর জেনারেল আখতার হোসেন মালিকের অধিনায়কত্বে পাকিস্তান সেনাবাহিনী আখনুর ও জারিয়ান দখল করে নেয়।

পরের লক্ষ্য স্থির করে জন্মু। তৎকালীন ম্যাগের পরামর্শে (MAAG) (Military Assistance advisory Group) আয়ুব খান লাহোর অরক্ষিত রেখে তার সমস্ত সেনা ইউনিটকে কাশ্মীর অভিমুখে প্রেরন করে। এ পর্যায়ে ম্যাগের একটু পরিচয় দিয়ে রাখি। পাক-মার্কিন সামরিক চুক্তির অনুযায়ি ওই সময় পাকিস্তানের সমর নীতি পরিচালিত হত মার্কিন সমর নায়কদের দ্বারা। যে সংস্থার নামে পেন্টাগন পাকিস্তানের ওপর সমরনীতি খবরদারি করত তার নাম MAAG (Military Assistance Advisory Group). রাওয়ালাপিন্ডির সেনাসদরই ছিল ম্যাগের সদর দপ্তর এটা মূলত এক গাদা সি আই এ অপারেটিভ নিয়ে গঠিত।

৬ ই সেপ্টেম্বর খেমকারান সেক্টর দিয়ে ভারত করাচি আক্রমন করে বসে। আয়ুবের তখন ত্রাহি অবস্থা, আয়ুব কখন ও ভাবতে পারেনি ভারত শ্রীনগর যুদ্বকে আন্তর্জাতিক সীমান্তে টেনে নেবে। পাকিস্তানি সমস্ত ইউনিট তখন হয় শ্রীনগর নাহ্য় শ্রীনগর অভিমূখে। ওই রাতেই আয়ুব খান ম্যাগের কমান্ড নিজ হাতে তুলে নেন, শ্রীনগর অভিমূখী সেনা ইউনিট ঘুরিয়ে খেমকারান সেক্টরে এসে ভারতীয় আক্রমন প্রতিহত করার নির্দেশ দেন। শ্রীনগর অভিমুখী সেনা ইউনিটের সর্বপশ্চাতে ছিল ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট।

মুখ ঘোরাতে সর্ব পশ্চাত ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট সেনা ইউনিটের অগ্রবর্তী অংশ হয়ে যায় এবং সর্বাগ্রে ভারতীয় সেনাবাহিনীর মুখোমুখী হতে হয় এদেরই। যুদ্বের ইতিহাসে খেমকারান সেক্টরে-বাঙ্গালী তৈরী করে এক অমিত বিক্রম সাহসের দৃষ্টান্ত। তাদের প্রচন্ড প্রতিরোধে লাহোর উপকন্ঠে এসে থেমে যায় ভারতীয় বাহিনীর অগ্রযাত্রা। না হলে সেবার ই লাহোর দখল করে নিত ইন্ডিয়া। ১৯৬৫ সালে পাকিস্তানের ৮ টি ডিভিশনের মধ্যে EBR (East Bengal Regiment) মাত্র ৪ টি ব্যাটেলিয়নের মাধ্যমে সংগঠিত ছিল।

এর অধিনায়ক ছিলেন লেঃ কঃ আতিক হক। মাত্র এই ৪ টি ব্যাটেলিয়ন নিয়ে তিনি যে যুদ্ব করেন পরে ১৯৬৫ সালে পাকিস্তান বাধ্য হয় তাদের সর্বোচ্চ সামরিক পদক প্রদান করতে। বাংগালীর এই সাফল্য গাথা কিন্তু পাকিস্তানী আর্মি তেমন কোথাও বিস্তারিত প্রকাশ করেনি। বিভিন্ন মিলিটারী ডকুমেন্টে ১৯৬৫ সালের যুদ্বে দু চার লাইন লিখে EBR এর কথা শেষ করেছে। পাকিস্তানি ফাইটার পাইলট স্কোয়াড্রন লিডার এম এম আলম যিনি ছিলেন এক জন বাঙ্গালী (আসলে পশ্চিম বাংলা) একাই পাচটি ইন্ডিয়ান যুদ্ব বিমান ভূপাতিত করেন।

এই অসম সাহসিকতার জন্য তিনি সিতারা ই জুরাত উপাধি লাভ করেন। ঢাকা মিঊনিসিপালটি করপোরেশন ৬৫ যুদ্বের পর তাকে ঢাকায় একটি বাড়ী উপহার দেয়। এক জন পাকিস্তানী ডাক্তারের মুখে শুনুন, তার নাম ডাক্তার ফয়সাল হোসেন, who saved lahore Auther: Dr Faisal Hossain During the 1965 Indo-Pak War, it was the East Bengal Regiment that saved Lahore from being over-run by Indian troops On September 5, 1965, The Indian Chief of Staff declares that he will have his next morning tea in Lahore after the onslaught of the Indian troops started in parallel on the Kasur and Lahore sectors. The 11 Infantry Division raised, on an ad hoc basis, a few months earlier, had been assigned to defend this sector and to destroy any Indian break through either from Ferozpur, through Hussainiwala or via Bedian and Hem Karan, in an effort to outflank Lahore. The division having been raised during the emergency had not been brought up to full strength and apart from other shortages had only seven infantry battalions. The divisional commander, Major General Abdul Hamid, had decided to fight in front of the BRB canal and to carry the battle into the enemy territory as soon as opportunity arose. The Pakistani position became weaker on 5 September when 21 Infantry Brigade, commanded by Brig. Sahib Dad Khan, 13 Baluch and 5 FF, was moved out of the area. This left only five infantry battalions, with the division to defend a front of approximately 28 miles. News came into Division Headquarters at about 345 hours on 6 September that Indian movement had been observed in front of the ranger post at Bedian. By 0500 hours, it was clear that the Ranger posts all along the border were under enemy attack. Soon the Indians decided to forego the element of surprise, which had already been lost, and opened up with mortars and artillery. The enemy had planned a two pronged attack, one aimed against Bedian Head Works and the other directly leading to Kasur along the road Patti-Khem-Karan-Kasur. The two main enemy attacks were directed against Bedian, by 5 Guards battalion, and Kasur along Khem Karan axis by 9 J and K battalion. By 0900 hours both the attacks had come to standstill. Both attacks had been of a battalion strength each and supported by armour. Defending Bedian facing the enemy attack was a company of 1 East Bengal Regiment. They withstood the assault most admirably. The Indians received the proper reception. The senior Tigers, as the battalion was called, held their fire as seasoned troops are expected to do. They had a plucky young gunner Captain as F.O.O., who had his O.P. on top of a tree. He gave them an excellent supporting fire even though wounded during the early hours of the morning. 1 East Bengal Regiment faced another battalion attack at 1000 hours in front of Bedian. This also was repulsed with heavy losses to the enemy........ কেউ কি নাই সেই সব বীরত্বগাথা আমাদের বিস্তারিত ভাবে শুনাবে? শুনুন সবাই আ্মরা শুধু ভেতো বাঙ্গালী না আমরা বাঘা বাঙ্গালী ও বটে। আমি প্রচুর চেষ্টা করলাম ১৯৬৫ পাক ভারত যুদ্বে বাঙ্গালীর বিস্তারিত জানতে, এর বেশী কিছু পেলাম না, দেখুননা আপনি কিছু পান কিনা। তবে যেটুকু পেয়েছি বাঙ্গালী হিসাবে আমি গর্বিত।

বেঈমান পাকিস্তান এখনো সময় আছে বাঙ্গালীর প্রতি কৃতজ্ঞতা দেখান। Source: Click This Link সূত্রঃ The State of Martial Rule, Ayesha Jalal page 85 Battle for Pakistan: The Air War of 1965, John Fricker. http://www.rediff.com/news/2005/oct/05war.htm Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.