আমাদের কথা খুঁজে নিন

   

'জিতলে সব ঠিকাছে, হারলে কইলাম কারচুপি হইসে'

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

আহা! সরকার তড়িঘড়ি করে শেষ করলো চারটি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন। সব গোলাতেই বিএনপির গো-হারা (যদিও তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে তেমন কোন প্রার্থী ছিল না)। আর আওয়ামীলীগদের দিল মে টাপ-ডুবা-ডুব। নির্বাচনে সবাই জিততে চায়।

সবারই একই লক্ষ্য যেমন করেই হোক জিততে হবে। সেটা যেকোন উপায়ে। নিজের মার্কায় সিল দিয়ে কেউ যদি ব্যালট বাক্স ভরে দেয় তাহলে তো সে "সোনা চাঁন মামু"। আর অন্যকারো মার্কায় বাক্স এমনে ভর্তি হলেই ওরা, "হালার পো হালা"। "ঐ তোরা কই আছস, দেইখা যা, কারচুপি হইতাছে রে, কারচুপি হইতাছে।

আমারে ষড়যন্ত্র কইরা হারাইয়া দিতাছে। আমি মানি না, মানবো না। সাম্বাদিকরা কৈ, এদিকে আসেন, সবাই শুনেন, আমি এই নির্বাচনের রেজাল্ট প্রত্যাখ্যান করতেছি। বিশেষ কোন দল আমার পিছনে লাগসে। ওরা আমার জয় ছিনাইয়া নিতে চায়।

ওরা দেশের শত্রু। " আর যদি এই কথা কওয়ার পর পরই রেজাল্ট উল্টা হয়ে যায় মানে সেই যদি জিতে যায়, তবে সেই ব্যাক্তির মুখের কথাও পাল্টে যায়? সেটা কেমন? "না মানে আমি ঐরকম কিছু বলি নাই। আমি কইতে চাইছিলাম আর কি...., জনগন খুব সুন্দর ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুষ্ঠভাবে ভোট সম্পন্ন হয়েছে। আমি সরকারকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই যে, উনারা খুব সুন্দর ভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

আমি সংগ্রামী জনতাকে অভিনন্দন জানাই, আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। " তার মানে সব প্রার্থীই ভোটের আগে থেকেই এইদুইটি কথা মুখস্ত করে রাখে, কোন রেজাল্টে ক্যামেরা আর সাংবাদিকদের সামনে কি বলতে হবে। অর্থাৎ ...... ''জিতলে সব ঠিকাছে, হারলে কইলাম কারচুপি হইসে''

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.