আমাদের কথা খুঁজে নিন

   

মামলায় জিতলে ছাপাখানা খুলে দেয়া হবে: ইনু

মামলার রায় ইনকিলাবের পক্ষে গেলে ছাপাখানা খুলে দেয়ার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার জাসদ কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

সাতক্ষীরায় যৌথ অভিযানে ভারতীয় সেনাবাহিনী সহায়তা করছে বলে প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডে দৈনিক ইনকিলাব কার্যালয়ে তল্লাশি চালিয়ে ছাপাখানা সিলগালা করার পাশাপাশি বার্তা সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার ইনকিলাবে ওই প্রতিবেদন প্রকাশের পর সরকারের এক ভাষ্যে বলা হয়েছে, বাংলাদেশে ভারতীয় বাহিনীর উপস্থিতির খবরটি বানোয়াট ও ভিত্তিহীন।

এরপর পুলিশ বাদী হয়ে ওয়ারী থানায় একটি মামলা করে একাত্তরের যুদ্ধাপরাধী বলে চিহ্নিত মাওলানা আবদুল মান্নান (প্রয়াত) প্রতিষ্ঠিত এই পত্রিকার কর্তাব্যক্তিদের বিরুদ্ধে।

মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগে করা ওই মামলার ভিত্তিতেই অভিযান চালানো হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন।

শুক্রবার তথ্যমন্ত্রী বলেন, “মামলার কারণেই পুলিশ পত্রিকাটির কার্যালয়ে তল্লাশি চালায়। মামলায় জিতে আসলে পত্রিকাটির ছাপাখানা খোলার ব্যবস্থা করা যাবে। ”

প্রকাশিত সংবাদটি ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট করতে করা হয়েছে বলেও দাবি করে ইনু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ নিয়ে ‘নতুন ষড়যন্ত্রের জাল’ বুনছেন। তবে বাংলার মানুষ কোন ষড়যন্ত্র সফল হতে দেবে না।

১৮ দলীয় জোট রাজনৈতিক কর্মসূচির নামে সারাদেশে নাশকতা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি।

জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির জরুরি সভায় উপস্থিত ছিলেন মঈনউদ্দীন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া, শিরীন আক্তার, নাদের চৌধুরী প্রমুখ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.